Ajker Patrika

ভাইদের হামলায় আহত কৃষকের মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৪: ৪০
ভাইদের হামলায় আহত কৃষকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইদের হামলায় আহত কৃষক জাহিদুল শেখ (৩৭) মারা গেছেন। তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তিনি মারা যান।

নিহত জাহিদুল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরনাংলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় জাহিদুলের ছেলে তামিম (১১) ও ছোট ভাই বাবু শেখ (২৯) গুরুতর আহত হয়েছে। ছেলে তামিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। ছোট ভাই বাবু শেখ জামালপুর ২৫০ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, ২১ নভেম্বর দুপুরে জমিসংক্রান্ত বিরোধে হামলার শিকার হন তাঁরা। হামলার সময় দা দিয়ে মাথায় কোপানো হয়, এ ছাড়া রড দিয়ে পেটানো হয়। পরে উদ্ধার করে জাহিদুলকে প্রথমে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত