সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর লাগে ২৪৮ বছর
প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল