সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের ১০টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছেন তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশের কথা, যাঁর মৃত্যুতে এখনো শোক করেন তিনি।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ যুক্তরাষ্ট্রের প্রয়াত র্যাপার টুপ্যাক শাকুর। তিনি বলেন, ‘টুপ্যাক শাকুর ছিল আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ। তাঁর মৃত্যুর পর আমি শোকে ২০ দিন কালো কাপড় পরে ছিলাম। নিজেকে তখন বিধবা মনে হচ্ছিল। আমি যখন অষ্টম ও নবম শ্রেণিতে পড়তাম, সে-ই ছিল আমার সবচেয়ে বড় ক্রাশ।’
এদিকে ২০১৭ সালে প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ সিনেমার প্রচারের সময় ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে বলেছিলেন, তিনি র্যাপার টুপ্যাক শাকুরকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শাকুরকে হাঁটু গেড়ে বলতে চেয়েছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?’
এ ছাড়া ২০১৫ সালে ‘জিমি কিমেল লাইভে’ প্রিয়াঙ্কা তাঁর শৈশবের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘বন্ধুরা, আমি এই মুহূর্তে টেলিভিশনে এটি বলতে যাচ্ছি, আমার মিসেস টুপ্যাক শাকুর হওয়ার কথা ছিল। এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই করেছিলাম।’
গ্রাজিয়া ম্যাগাজিন জানতে চেয়েছিল প্রিয়াঙ্কার লাল গালিচার প্রিয় মুহূর্ত সম্পর্কে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রিয় লাল গালিচার মুহূর্ত ছিল ২০১৭ সালের মেট গালা, যেখানে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর টুপ্যাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। মোট চারবার গুলি করা হয় টুপ্যাককে। বুক, বাহু ও ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান এই তারকা।
সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের ১০টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছেন তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশের কথা, যাঁর মৃত্যুতে এখনো শোক করেন তিনি।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ যুক্তরাষ্ট্রের প্রয়াত র্যাপার টুপ্যাক শাকুর। তিনি বলেন, ‘টুপ্যাক শাকুর ছিল আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ। তাঁর মৃত্যুর পর আমি শোকে ২০ দিন কালো কাপড় পরে ছিলাম। নিজেকে তখন বিধবা মনে হচ্ছিল। আমি যখন অষ্টম ও নবম শ্রেণিতে পড়তাম, সে-ই ছিল আমার সবচেয়ে বড় ক্রাশ।’
এদিকে ২০১৭ সালে প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ সিনেমার প্রচারের সময় ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে বলেছিলেন, তিনি র্যাপার টুপ্যাক শাকুরকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শাকুরকে হাঁটু গেড়ে বলতে চেয়েছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?’
এ ছাড়া ২০১৫ সালে ‘জিমি কিমেল লাইভে’ প্রিয়াঙ্কা তাঁর শৈশবের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘বন্ধুরা, আমি এই মুহূর্তে টেলিভিশনে এটি বলতে যাচ্ছি, আমার মিসেস টুপ্যাক শাকুর হওয়ার কথা ছিল। এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই করেছিলাম।’
গ্রাজিয়া ম্যাগাজিন জানতে চেয়েছিল প্রিয়াঙ্কার লাল গালিচার প্রিয় মুহূর্ত সম্পর্কে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রিয় লাল গালিচার মুহূর্ত ছিল ২০১৭ সালের মেট গালা, যেখানে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর টুপ্যাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। মোট চারবার গুলি করা হয় টুপ্যাককে। বুক, বাহু ও ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান এই তারকা।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৫ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে