সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের ১০টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছেন তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশের কথা, যাঁর মৃত্যুতে এখনো শোক করেন তিনি।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ যুক্তরাষ্ট্রের প্রয়াত র্যাপার টুপ্যাক শাকুর। তিনি বলেন, ‘টুপ্যাক শাকুর ছিল আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ। তাঁর মৃত্যুর পর আমি শোকে ২০ দিন কালো কাপড় পরে ছিলাম। নিজেকে তখন বিধবা মনে হচ্ছিল। আমি যখন অষ্টম ও নবম শ্রেণিতে পড়তাম, সে-ই ছিল আমার সবচেয়ে বড় ক্রাশ।’
এদিকে ২০১৭ সালে প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ সিনেমার প্রচারের সময় ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে বলেছিলেন, তিনি র্যাপার টুপ্যাক শাকুরকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শাকুরকে হাঁটু গেড়ে বলতে চেয়েছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?’
এ ছাড়া ২০১৫ সালে ‘জিমি কিমেল লাইভে’ প্রিয়াঙ্কা তাঁর শৈশবের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘বন্ধুরা, আমি এই মুহূর্তে টেলিভিশনে এটি বলতে যাচ্ছি, আমার মিসেস টুপ্যাক শাকুর হওয়ার কথা ছিল। এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই করেছিলাম।’
গ্রাজিয়া ম্যাগাজিন জানতে চেয়েছিল প্রিয়াঙ্কার লাল গালিচার প্রিয় মুহূর্ত সম্পর্কে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রিয় লাল গালিচার মুহূর্ত ছিল ২০১৭ সালের মেট গালা, যেখানে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর টুপ্যাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। মোট চারবার গুলি করা হয় টুপ্যাককে। বুক, বাহু ও ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান এই তারকা।
সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের ১০টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছেন তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশের কথা, যাঁর মৃত্যুতে এখনো শোক করেন তিনি।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ যুক্তরাষ্ট্রের প্রয়াত র্যাপার টুপ্যাক শাকুর। তিনি বলেন, ‘টুপ্যাক শাকুর ছিল আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ। তাঁর মৃত্যুর পর আমি শোকে ২০ দিন কালো কাপড় পরে ছিলাম। নিজেকে তখন বিধবা মনে হচ্ছিল। আমি যখন অষ্টম ও নবম শ্রেণিতে পড়তাম, সে-ই ছিল আমার সবচেয়ে বড় ক্রাশ।’
এদিকে ২০১৭ সালে প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ সিনেমার প্রচারের সময় ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে বলেছিলেন, তিনি র্যাপার টুপ্যাক শাকুরকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শাকুরকে হাঁটু গেড়ে বলতে চেয়েছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?’
এ ছাড়া ২০১৫ সালে ‘জিমি কিমেল লাইভে’ প্রিয়াঙ্কা তাঁর শৈশবের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘বন্ধুরা, আমি এই মুহূর্তে টেলিভিশনে এটি বলতে যাচ্ছি, আমার মিসেস টুপ্যাক শাকুর হওয়ার কথা ছিল। এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই করেছিলাম।’
গ্রাজিয়া ম্যাগাজিন জানতে চেয়েছিল প্রিয়াঙ্কার লাল গালিচার প্রিয় মুহূর্ত সম্পর্কে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রিয় লাল গালিচার মুহূর্ত ছিল ২০১৭ সালের মেট গালা, যেখানে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর টুপ্যাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। মোট চারবার গুলি করা হয় টুপ্যাককে। বুক, বাহু ও ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান এই তারকা।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১১ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১১ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
১১ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
১১ ঘণ্টা আগে