টুথপেস্ট দিয়ে দাঁত মাজার সময় ফেনা তৈরি হয় এবং মুখে মিষ্টি স্বাদ অনুভূত হয়। দাঁত মাজার পেস্টে মিষ্টি স্বাদ দেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে।
ফেনা তৈরির ডিটারজেন্টের অস্বস্তিকর স্বাদ দূর করার জন্য প্রস্তুতকারকেরা মূলত টুথপেস্টে মিষ্টি স্বাদ যুক্ত করে। এ জন্য কোম্পানিগুলো জাইলিটল বা সরবিটলের মতো উপাদান ব্যবহার করে।
জাইলিটল ও সরবিটল—দুটিই সুগার অ্যালকোহল জাতীয় যৌগ। এগুলোর স্বাদ মিষ্টি। মানুষের পরিপাকতন্ত্র এসব যৌগ খুব ধীরে হজম করতে পারে।
এই রাসায়নিক পদার্থগুলো পানির অণুকে আকর্ষণ করে। এসব যৌগ টুথপেস্টে অতিরিক্ত পানি আটকে রাখে এবং শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে। জাইলিটল মুখের প্ল্যাক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। প্ল্যাক ব্যাকটেরিয়া চিনি গ্রহণ করতে না পেরে মরে যায়।
টুথপেস্টের বেশির ভাগ উপাদানই এর স্বাদ, গন্ধ ও সংরক্ষণকারী হিসেবে কাজ করে। আর বাকি উপাদানগুলো মুখ ও দাঁতের সুরক্ষায় ব্যবহার করা হয়।
বাকি উপাদানগুলো হলো সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম লরিল সালফেট ও ট্রাইক্লোসান হাইড্রেটেড সিলিকা।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
টুথপেস্ট দিয়ে দাঁত মাজার সময় ফেনা তৈরি হয় এবং মুখে মিষ্টি স্বাদ অনুভূত হয়। দাঁত মাজার পেস্টে মিষ্টি স্বাদ দেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে।
ফেনা তৈরির ডিটারজেন্টের অস্বস্তিকর স্বাদ দূর করার জন্য প্রস্তুতকারকেরা মূলত টুথপেস্টে মিষ্টি স্বাদ যুক্ত করে। এ জন্য কোম্পানিগুলো জাইলিটল বা সরবিটলের মতো উপাদান ব্যবহার করে।
জাইলিটল ও সরবিটল—দুটিই সুগার অ্যালকোহল জাতীয় যৌগ। এগুলোর স্বাদ মিষ্টি। মানুষের পরিপাকতন্ত্র এসব যৌগ খুব ধীরে হজম করতে পারে।
এই রাসায়নিক পদার্থগুলো পানির অণুকে আকর্ষণ করে। এসব যৌগ টুথপেস্টে অতিরিক্ত পানি আটকে রাখে এবং শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে। জাইলিটল মুখের প্ল্যাক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। প্ল্যাক ব্যাকটেরিয়া চিনি গ্রহণ করতে না পেরে মরে যায়।
টুথপেস্টের বেশির ভাগ উপাদানই এর স্বাদ, গন্ধ ও সংরক্ষণকারী হিসেবে কাজ করে। আর বাকি উপাদানগুলো মুখ ও দাঁতের সুরক্ষায় ব্যবহার করা হয়।
বাকি উপাদানগুলো হলো সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম লরিল সালফেট ও ট্রাইক্লোসান হাইড্রেটেড সিলিকা।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
বহু শতাব্দী ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে জানতে চেয়েছে—মহাবিশ্বের শুরুতে ঠিক কী ঘটেছিল। এই দীর্ঘ অনুসন্ধানের পথ এখন অনেকটাই সহজ করে দিয়েছে নাসার তৈরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ১ হাজার ৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের রঙিন ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছিল টেলিস্কোপটি।
১ দিন আগেমাইক্রোপ্লাস্টিকে থাকা রাসায়নিক পদার্থ জলজ প্রাণীর জন্য মারাত্মক বিষ হয়ে দাঁড়ায়। এসব মাছ মানুষও খায়। ফলে ক্ষতিকর রাসায়নিক ঢুকে যেতে পারে মানবদেহেও। গবেষণায় দেখা গেছে, টায়ার থেকে সৃষ্ট এসব কণার ভেতরে থাকা ‘৬ পিপিডি-কিউ’ এক ধরনের রাসায়নিক পদার্থ মাছের মৃত্যুর অন্যতম কারণ। এমনকি যুক্তরাষ্ট্রের
৩ দিন আগেমহাকাশ গবেষণায় এক যুগান্তকারী আবিষ্কার করেছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। হাবল স্পেস টেলিস্কোপ এবং চন্দ্র এক্স-রে অবজারভেটরির মাধ্যমে তাঁরা একটি বিরল ধরণের ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন, যা হতে পারে বহুদিন খোঁজে থাকা ‘মধ্যম-ভরবিশিষ্ট ব্ল্যাক হোল’ (Intermediate-Mass Black Hole)। এই ব্ল্যাক হোলকে একটি নক
৩ দিন আগেআকাশপ্রেমীদের জন্য দারুণ এক সন্ধ্যা অপেক্ষা করছে ২৮ জুলাই সোমবার। এদিন সূর্যাস্তের প্রায় ৪৫ মিনিট পর পশ্চিম আকাশে দেখা মিলবে চাঁদ ও মঙ্গল গ্রহের অসাধারণ সংযোগের। একে বলা হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে সুন্দর রাত—কারণ একই রাতে আকাশে দেখা যাবে একাধিক উল্কাবৃষ্টি।
৪ দিন আগে