প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন।
প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।
প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়।
সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।
প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন।
প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।
প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়।
সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।
যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ মহাকাশ অভিযান ‘নিসার’ (নাসা-ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার মিশন) এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা করেছে। এই প্রথম দুই দেশের মহাকাশ সংস্থা (নাসা ও ইসরো) একসঙ্গে একটি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করল।
৮ ঘণ্টা আগেপ্রাকৃতিক দুর্যোগের অন্যতম মারাত্মক রূপ সুনামি। পৃথিবীর বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতিসাধন করে এই দুর্যোগ। সমুদ্র থেকে উঠে আসা বিশাল ঢেউগুলোর কারণে উপকূলবর্তী এলাকায় প্রাণহানিসহ অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়ক্ষতি হয়। সুনামির পূর্বাভাস ও সতর্কতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করা হয়। তবে একে...
১৫ ঘণ্টা আগেগবেষণাগারে প্রথমবারের মতো তৈরি হলো ‘ব্ল্যাক হোল বোমা’। এই পরীক্ষার মাধ্যমে প্রায় ৫০ বছর আগের পুরোনো তত্ত্ব প্রমাণ করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। প্রকৃত ব্ল্যাকহোলের ঘূর্ণন ও নানা রহস্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই গবেষণা।
১৮ ঘণ্টা আগেবহু শতাব্দী ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে জানতে চেয়েছে—মহাবিশ্বের শুরুতে ঠিক কী ঘটেছিল। এই দীর্ঘ অনুসন্ধানের পথ এখন অনেকটাই সহজ করে দিয়েছে নাসার তৈরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ১ হাজার ৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের রঙিন ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছিল টেলিস্কোপটি।
২ দিন আগে