প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন।
প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।
প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়।
সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।
প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন।
প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।
প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়।
সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।
মহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১৩ ঘণ্টা আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১৬ ঘণ্টা আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
১ দিন আগেরঙের জগতে নতুন চমক নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন একটি রং আবিষ্কার করেছেন, যা সাধারণ চোখে আগে কখনো দেখা যায়নি। এই রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’, যা দেখতে একধরনের গাড় সবুজাভ নীল।
২ দিন আগে