মানুষের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও ঘটনা মূলত এক ধরনের স্মৃতি। এর মধ্যে সাইকেল চালানোও একটি। একবার সাইকেল চালানো শিখে গেলে তা আর কখনো মানুষ ভোলে না। এমনকি দীর্ঘদিন সাইকেলের দেখা না পেলেও।
এই ধরনের দক্ষতাকে স্নায়ুবিশারদেরা ‘প্রোসেডিউরাল মেমোরি’ বা প্রক্রিয়াগত স্মৃতি নামে অভিহিত করেন। এ ধরনের স্মৃতিকে সাধারণত ‘মাসল মেমোরি’ বলা হয়। এটি মাংসপেশির সংকোচন–প্রসারণের নির্দিষ্ট ছন্দ মস্তিষ্কে গেঁথে যাওয়ার সঙ্গে সম্পর্কিত।
মানুষ সচেতনভাবে এ ধরনের স্মৃতি ধারণ করে না এবং এটি দীর্ঘমেয়াদি স্মৃতি। এ ধরনের স্মৃতির কল্যাণেই মানুষ চিন্তা না করেই অবচেতন মনে অনেক কিছু সঠিকভাবে বা দক্ষতার সঙ্গে করতে পারে। এর সঙ্গে প্রত্যক্ষ সচেতনতার কোনো সম্পর্ক নেই।
হাত দিয়ে লেখা, সাঁতার কাটা, গাড়ি চালানো বা জুতার ফিতা বাঁধার মতো কাজও মানুষের মনে এমনভাবে গেঁথে যায়। এই কাজগুলো একবার শিখে গেলে পরবর্তীতে সেটি করার জন্য আর আলাদাভাবে ভাবতে হয় না বা প্রত্যেকটি নড়াচড়ার জন্য সেভাবে সচেতন থাকার প্রয়োজন হয় না।
তবে, ‘প্রোসেডিউরাল মেমোরি’ কেন অন্য স্মৃতিগুলোর মতো নয়, কেন এ ধরনের স্মৃতি মানুষ ভোলে না— সেটি এখনো ব্যাখ্যা করতে পারেননি বিজ্ঞানীরা।
অনেকে ধারণা করেন, মস্তিষ্কের নির্দিষ্ট কোন স্থানে এসব স্মৃতি সঞ্চিত থাকে সেটির সঙ্গে এর স্থায়ীত্বের সম্পর্ক থাকতেও পারে। মস্তিষ্কের তুলনামূলকভাবে সুরক্ষিত, যেখানে অন্য স্মৃতি প্রতিস্থাপিত হয় না এমন স্থানে এ ধরনের স্মৃতি সঞ্চিত থাকে বলে ধারণা করা হয়।
মানুষের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও ঘটনা মূলত এক ধরনের স্মৃতি। এর মধ্যে সাইকেল চালানোও একটি। একবার সাইকেল চালানো শিখে গেলে তা আর কখনো মানুষ ভোলে না। এমনকি দীর্ঘদিন সাইকেলের দেখা না পেলেও।
এই ধরনের দক্ষতাকে স্নায়ুবিশারদেরা ‘প্রোসেডিউরাল মেমোরি’ বা প্রক্রিয়াগত স্মৃতি নামে অভিহিত করেন। এ ধরনের স্মৃতিকে সাধারণত ‘মাসল মেমোরি’ বলা হয়। এটি মাংসপেশির সংকোচন–প্রসারণের নির্দিষ্ট ছন্দ মস্তিষ্কে গেঁথে যাওয়ার সঙ্গে সম্পর্কিত।
মানুষ সচেতনভাবে এ ধরনের স্মৃতি ধারণ করে না এবং এটি দীর্ঘমেয়াদি স্মৃতি। এ ধরনের স্মৃতির কল্যাণেই মানুষ চিন্তা না করেই অবচেতন মনে অনেক কিছু সঠিকভাবে বা দক্ষতার সঙ্গে করতে পারে। এর সঙ্গে প্রত্যক্ষ সচেতনতার কোনো সম্পর্ক নেই।
হাত দিয়ে লেখা, সাঁতার কাটা, গাড়ি চালানো বা জুতার ফিতা বাঁধার মতো কাজও মানুষের মনে এমনভাবে গেঁথে যায়। এই কাজগুলো একবার শিখে গেলে পরবর্তীতে সেটি করার জন্য আর আলাদাভাবে ভাবতে হয় না বা প্রত্যেকটি নড়াচড়ার জন্য সেভাবে সচেতন থাকার প্রয়োজন হয় না।
তবে, ‘প্রোসেডিউরাল মেমোরি’ কেন অন্য স্মৃতিগুলোর মতো নয়, কেন এ ধরনের স্মৃতি মানুষ ভোলে না— সেটি এখনো ব্যাখ্যা করতে পারেননি বিজ্ঞানীরা।
অনেকে ধারণা করেন, মস্তিষ্কের নির্দিষ্ট কোন স্থানে এসব স্মৃতি সঞ্চিত থাকে সেটির সঙ্গে এর স্থায়ীত্বের সম্পর্ক থাকতেও পারে। মস্তিষ্কের তুলনামূলকভাবে সুরক্ষিত, যেখানে অন্য স্মৃতি প্রতিস্থাপিত হয় না এমন স্থানে এ ধরনের স্মৃতি সঞ্চিত থাকে বলে ধারণা করা হয়।
মহাবিশ্বের সবচেয়ে পুরোনো ‘ব্ল্যাক হোল’ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে তারা জানান, এমন একটি ব্ল্যাক হোলের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গিয়েছে, যার জন্ম হতে পারে বিগ ব্যাংয়ের মাত্র এক সেকেন্ডেরও কম সময় পরে
১২ ঘণ্টা আগেঢাকার সময় অনুযায়ী, আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ‘পেনুম্ব্রাল’ বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত সাড়ে ১০টা নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হবে। বাংলাদেশসহ এশিয়ার বিস্তীর্ণ অংশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে।
২ দিন আগেপ্রায় দুই শতাব্দী ধরে বিজ্ঞানের পাঠ্যপুস্তকে শেখানো হয়ে আসছে যে, বরফের ওপর চাপ বা ঘর্ষণের ফলে তার পৃষ্ঠে একটি পাতলা তরল স্তর তৈরি হয়, আর এই তরল স্তরই বরফকে পিচ্ছিল করে তোলে। শীতপ্রধান দেশে বরফে ঢাকা ফুটপাতে হাঁটার সময় হঠাৎ পিছলে পড়ে যাওয়ার ঘটনা তাই অনেকেই এভাবে ব্যাখ্যা করতেন।
৩ দিন আগেপ্রকৃতি আবার সাজিয়েছে এক মায়াবী আয়োজন। আগামী ৭ সেপ্টেম্বর রাতে আবারও ফিরে আসছে ‘ব্লাড মুন’। অর্থাৎ চাঁদ রূপ বদলে হয়ে উঠবে লাল। এই রক্তিম আভা রাতের আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে। আর বিশ্বের কোটি কোটি মানুষ দেখতে পাবে এই দুর্লভ চন্দ্রগ্রহণ।
৪ দিন আগে