পরিত্যক্ত জিনিস থেকে ল্যাম্পশেড, ফুলদানি বানানোই শখ মাহির
মাহিয়া মাহি পড়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। পোশাক ডিজাইন করতে ভীষণ ভালো লাগে তাঁর। তবে অভিনয়, নাচ, গান, ফ্যাশন ডিজাইন—এগুলোর বাইরেও চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিন্নরকম একটি শখ আছে। পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ল্যাম্পশেড, ফুলদানি এসব বানান তিনি।