প্রযুক্তি ডেস্ক
অ্যাপল, গুগল, মাইক্রোসফট বা আমাজন— এখন বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি কোম্পানি। বিশ্বজুড়ে তাদের কার্যক্রম। রয়েছে আধুনিক হেডকোয়ার্টার আর লাখ লাখ কর্মী। তবে অনেকেই জানেন না, কোম্পানিগুলোর জন্ম হয়েছে বাড়ির গ্যারেজ থেকে!
বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের শুরু হয় ১৯৭৬ সালে। ১৯৭৭ সালে কোম্পানিকে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড নামে রেজিস্ট্রেশন করা হয়। ২১ বছরের তরুণ স্টিভ জবস আর ২৬ বছরের স্টিভ ওজনিয়াক মিলে কম্পিউটার বানিয়ে ‘অ্যাপল ওয়ান’ নামে বিক্রি শুরু করেন। ক্যালিফোর্নিয়ার কাপারটিনোর এক গ্যারেজেই তৈরি হতো কম্পিউটারগুলো।
স্টিভ জবস কোম্পানির প্রথম কম্পিউটার ‘অ্যাপল ১’ বিক্রি করেন মোট ২০টি। এটি করতে গিয়ে করে তিনি বাজারে পার্সোনাল কম্পিউটারের (পিসি) চাহিদা বুঝতে পারেন। এ জন্যই তিনি ‘অ্যাপল ১’– এর পরবর্তী সংস্করণ বের করার সিদ্ধান্ত নেন।
অনলাইন বুকস্টোর হিসেবে আমাজনের যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। আমাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে শেয়ারবাজারের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ শুরু করেন বেজোস। হঠাৎই একদিন অনলাইনে একটি প্রতিবেদন তাঁর চোখে পড়ে। সেই প্রতিবেদনে লেখা ছিল, ভবিষ্যতে ইন্টারনেটভিত্তিক ব্যবসার জগৎ ২ হাজার ৩০০ শতাংশ বিস্তৃতি লাভ করবে। এই প্রতিবেদনই জীবনের মোড় ঘুরিয়ে দেয় বেজোসের। এরপরই তিনি প্রতিষ্ঠা করেন আজকের বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলেভিউ শহরের একটি গ্যারেজ ছিল তাঁর প্রথম অফিস।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি গ্যারেজ থেকে। বিল গেটস এবং পল অ্যালেনের হাত দিয়ে ১৯৭৫ সালের ৪ এপ্রিল শুরু হয় প্রতিষ্ঠানটির যাত্রা।
১৯৮০ সালে মাইক্রোসফট ‘আইবিএম’–এর সঙ্গে চুক্তি করে যাতে বেশির ভাগ আইবিএম-এর কম্পিউটারে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। সফটওয়্যার বাজারের অধিকাংশই দখল করে নেয় মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেম।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলেরও যাত্রা শুরু হয়েছিল একটি গ্যারেজে। সময়টা ছিল ১৯৯৬ সাল। সে সময় ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন। দুজন মিলে একটি সার্চ ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নেন। এই ধারণা থেকেই যাত্রা শুরু হয় গুগলের। শুরুতে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন কোম্পানির নাম রাখেন ‘ব্যাকরাব’। পরবর্তীতে এই নাম পরিবর্তন করে গুগল রাখা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সান্তা মার্গারিটা অ্যাভিনিউতে গুগলের সেই গ্যারেজটি অবস্থিত। গুগলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুসান ওজচিক্কি গ্যারেজটির মালিক।
অ্যাপল, গুগল, মাইক্রোসফট বা আমাজন— এখন বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি কোম্পানি। বিশ্বজুড়ে তাদের কার্যক্রম। রয়েছে আধুনিক হেডকোয়ার্টার আর লাখ লাখ কর্মী। তবে অনেকেই জানেন না, কোম্পানিগুলোর জন্ম হয়েছে বাড়ির গ্যারেজ থেকে!
বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের শুরু হয় ১৯৭৬ সালে। ১৯৭৭ সালে কোম্পানিকে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড নামে রেজিস্ট্রেশন করা হয়। ২১ বছরের তরুণ স্টিভ জবস আর ২৬ বছরের স্টিভ ওজনিয়াক মিলে কম্পিউটার বানিয়ে ‘অ্যাপল ওয়ান’ নামে বিক্রি শুরু করেন। ক্যালিফোর্নিয়ার কাপারটিনোর এক গ্যারেজেই তৈরি হতো কম্পিউটারগুলো।
স্টিভ জবস কোম্পানির প্রথম কম্পিউটার ‘অ্যাপল ১’ বিক্রি করেন মোট ২০টি। এটি করতে গিয়ে করে তিনি বাজারে পার্সোনাল কম্পিউটারের (পিসি) চাহিদা বুঝতে পারেন। এ জন্যই তিনি ‘অ্যাপল ১’– এর পরবর্তী সংস্করণ বের করার সিদ্ধান্ত নেন।
অনলাইন বুকস্টোর হিসেবে আমাজনের যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। আমাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে শেয়ারবাজারের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ শুরু করেন বেজোস। হঠাৎই একদিন অনলাইনে একটি প্রতিবেদন তাঁর চোখে পড়ে। সেই প্রতিবেদনে লেখা ছিল, ভবিষ্যতে ইন্টারনেটভিত্তিক ব্যবসার জগৎ ২ হাজার ৩০০ শতাংশ বিস্তৃতি লাভ করবে। এই প্রতিবেদনই জীবনের মোড় ঘুরিয়ে দেয় বেজোসের। এরপরই তিনি প্রতিষ্ঠা করেন আজকের বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলেভিউ শহরের একটি গ্যারেজ ছিল তাঁর প্রথম অফিস।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি গ্যারেজ থেকে। বিল গেটস এবং পল অ্যালেনের হাত দিয়ে ১৯৭৫ সালের ৪ এপ্রিল শুরু হয় প্রতিষ্ঠানটির যাত্রা।
১৯৮০ সালে মাইক্রোসফট ‘আইবিএম’–এর সঙ্গে চুক্তি করে যাতে বেশির ভাগ আইবিএম-এর কম্পিউটারে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। সফটওয়্যার বাজারের অধিকাংশই দখল করে নেয় মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেম।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলেরও যাত্রা শুরু হয়েছিল একটি গ্যারেজে। সময়টা ছিল ১৯৯৬ সাল। সে সময় ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন। দুজন মিলে একটি সার্চ ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নেন। এই ধারণা থেকেই যাত্রা শুরু হয় গুগলের। শুরুতে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন কোম্পানির নাম রাখেন ‘ব্যাকরাব’। পরবর্তীতে এই নাম পরিবর্তন করে গুগল রাখা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সান্তা মার্গারিটা অ্যাভিনিউতে গুগলের সেই গ্যারেজটি অবস্থিত। গুগলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুসান ওজচিক্কি গ্যারেজটির মালিক।
ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
১ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
১ দিন আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
১ দিন আগে