বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
দুই বছরে চারবার ঘর সরিয়েছেন। বসতভিটা হারিয়ে ফের বাঁচার জন্য নতুন ঘর বেঁধেছিলেন। ৬০ শতক জমিতে করেছিলেন আমন ধানের চাষ। আধপাকা আমনখেত নিয়ে স্বপ্ন দেখছিলেন গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর ইচলীর কৃষক ছাইয়াদুল ইসলামের। কিন্তু গত ২০ অক্টোবর আকস্মিক বন্যায় ফুলেফেঁপে ওঠে তিস্তা। বাঁধ ভেঙে ঘরবাড়ি, গরু-