ভৈরব (কিশোরগঞ্জ), প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমিতে দিনের পর দিন অনিয়মিত ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে ফসলের ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারী পোকাও ধ্বংস হচ্ছে। এতে ফসলি জমির ক্ষতি হচ্ছে। যা ভবিষ্যতে কৃষির জন্য একটি বড় রকমের বিপর্যয় বা ক্ষতির কারণ হিসেবে দেখা দিতে পারে। এ কারণে কৃষি অফিসের কর্মীরা ফসলি জমিতে পোকা চিহ্নিতকরণে 'আলোর ফাঁদ' এর গুরুত্ব বোঝাতে উপজেলার বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় ছুটছেন।
এলাকা সূত্রে জানা গেছে, কীটনাশকের ব্যবহার থেকে কৃষকদের দূরে রাখতে এ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আলোক ফাঁদ তৈরি শেখাচ্ছেন মাঠকর্মীরা। প্রতি রোববার সন্ধ্যায় ভৈরব উপজেলার কৃষকদের আলোক ফাঁদ স্থাপনের প্রশিক্ষণ দিচ্ছেন মাঠকর্মীরা। এ ফাঁদের মাধ্যমে বিশেষ করে ধানের জমিতে বর্তমানে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে, তা শনাক্ত করে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা।
একই সঙ্গে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পর জমিতে কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের উৎসাহ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে, তেমনি অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমবে। ফলে ফসল হবে নিরাপদ ও বিষমুক্ত।
এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, 'প্রচলিত ধারণা থেকে বের করে প্রযুক্তি নির্ভর করার জন্য এবং বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের এই আলোক ফাঁদ ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে। তেমনি জমিতে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমে যাবে।'
কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমিতে দিনের পর দিন অনিয়মিত ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে ফসলের ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারী পোকাও ধ্বংস হচ্ছে। এতে ফসলি জমির ক্ষতি হচ্ছে। যা ভবিষ্যতে কৃষির জন্য একটি বড় রকমের বিপর্যয় বা ক্ষতির কারণ হিসেবে দেখা দিতে পারে। এ কারণে কৃষি অফিসের কর্মীরা ফসলি জমিতে পোকা চিহ্নিতকরণে 'আলোর ফাঁদ' এর গুরুত্ব বোঝাতে উপজেলার বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় ছুটছেন।
এলাকা সূত্রে জানা গেছে, কীটনাশকের ব্যবহার থেকে কৃষকদের দূরে রাখতে এ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আলোক ফাঁদ তৈরি শেখাচ্ছেন মাঠকর্মীরা। প্রতি রোববার সন্ধ্যায় ভৈরব উপজেলার কৃষকদের আলোক ফাঁদ স্থাপনের প্রশিক্ষণ দিচ্ছেন মাঠকর্মীরা। এ ফাঁদের মাধ্যমে বিশেষ করে ধানের জমিতে বর্তমানে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে, তা শনাক্ত করে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা।
একই সঙ্গে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পর জমিতে কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের উৎসাহ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে, তেমনি অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমবে। ফলে ফসল হবে নিরাপদ ও বিষমুক্ত।
এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, 'প্রচলিত ধারণা থেকে বের করে প্রযুক্তি নির্ভর করার জন্য এবং বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের এই আলোক ফাঁদ ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে। তেমনি জমিতে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমে যাবে।'
সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের ভেতরের পানি নিষ্কাশন না হওয়ায় গত কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজীপাড়া, দরগাবাড়ী, খিদিরপুরসহ প্রায় ১০ গ্রামে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান। অনেকের ঘরের ভেতরে ঢুকে গেছে পানি। ফলে পানিবন্দী হয়ে
১ মিনিট আগেছাত্রীকে অশালীন ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছারকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য
৭ মিনিট আগেজেলা প্রশাসক আরও জানান, এই লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। তিনি বলেন, ‘এই অপরাধের সঙ্গে জড়িত জলযান এবং পরিবহনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের একটি নির্দিষ্ট সময়সীমা দেব, এরপরও যদি তারা এই কাজে জড়িত থাকে, ত
১৯ মিনিট আগেকিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে বাজি (জুয়া) ধরে খেলার আয়োজন বন্ধ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তাদের ঠেকাতে গিয়ে পুলিশ ও আনসারের ৯ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ আবাসিক এলাকায় এই হামলা হয়। আক্রমণকারীরা বাসভবনের ফটক ভেঙে ভেতরে ঢোকার
২৮ মিনিট আগে