মিষ্টির পচা শিরা, আটা ও রং মিশিয়ে তৈরি হতো গুড়
চিনি কলের চিটা গুড়, পচা সিরা, পচা আটা ও রং মিশিয়ে তৈরি করা হয় গুড়। সেই গুড় দেশের বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় সেই কারখানায়। কারখানা থেকে জব্দ করা হয় তৈরিকৃত ৪০ মণ ভেজাল গুড়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর...