Ajker Patrika

সাড়ে ১২ হাজার কেজি জেলি দেওয়া চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৬: ২৮
সাড়ে ১২ হাজার কেজি জেলি দেওয়া চিংড়ি জব্দ

কেরানীগঞ্জের ধলেশ্বরী সেতু এলাকা থেকে সাড়ে ১২ হাজার কেজি (৩১২ মণ) জেলি ঢোকানো চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাহিনীটির পাগলা স্টেশনে অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। 

তকি জানান, কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজাসহ বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে ধলেশ্বরী সেতুর ওপরে দুটি যাত্রীবাহী বাস থেকে জেলি পুশকরা চিংড়ি জব্দ করেন। বাসে চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 
 
পরে জব্দ করা চিংড়িগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয় বলে জানান কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত