Ajker Patrika

বগুড়ায় অভিযান চালিয়ে ১৫ হাজার বস্তা সার উদ্ধার, গোডাউন সিলগালা

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় অভিযান চালিয়ে ১৫ হাজার বস্তা সার উদ্ধার, গোডাউন সিলগালা

বগুড়া সদরের এরুলিয়া বাজারের মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ হাজার বস্তা সার উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল। 

ইউএনও বলেন, ওই গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনক সার বিক্রয়কারী ডিলার না হয়েও অবৈধভাবে ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার মজুত রেখে ব্যবসায় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গোডাউন থেকে অবৈধভাবে মজুত রাখা ১৫ হাজার বস্তা সার উদ্ধার করা হয়। একই সঙ্গে সার বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং গোডাউনটি সিলগালা করা হয়। 

ইউএনও আরও বলেন, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার রয়েছে। উদ্ধারকৃত ১৫ হাজার বস্তার মধ্যে নষ্ট সারও রয়েছে। তবে এখনই নষ্ট সারের পরিমাণ বলা যাচ্ছে না।। 

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত