Ajker Patrika

ভিজিডির চাল কম দামে কিনে মজুত করে ধরা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ভিজিডির চাল কম দামে কিনে মজুত করে ধরা

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে সরকারি ভিজিডি কর্মসূচির ৬০০ কেজি (২০ বস্তা) চাল জব্দ করেছে পুলিশ। উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের শিবা হাওলাদারের ঘর থেকে এসব চাল জব্দ করা হয়।

গত বুধবার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় পেঁচিবাড়ি গ্রামের শিবা হাওলাদার ও তাঁর স্ত্রী কল্পনা রানীকে আসামি করা হয়েছে।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের হতদরিদ্র ২ হাজার ৪৮৬ জন ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) প্রকল্পের তালিকাভুক্ত রয়েছেন। এর মধ্যে চৌকিবাড়ি ইউনিয়নের তালিকায় রয়েছেন ২৬৮ জন উপকারভোগী। গত বুধবার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়েছে।

শিবা হাওলাদার কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কার্ডধারীদের কাছ থেকে এসব চাল কম দামে ক্রয় করে বাড়িতে মজুত করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবা হাওয়ালদার ও তাঁর স্ত্রী পালিয়ে যান।

এসআই অমিত বিশ্বাস বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা ২০ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। মামলায় আসামিদের ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত