ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কাপড় জব্দ, আটক ১
ফেনীতে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিসসহ কাভার্ডভ্যানের চালক মো. শাহ আলম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ফেনীর হাসপাতাল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় শাড়ি বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।