রাফিনহায় মুগ্ধ ক্রাউচ, শিষ্যদের নিয়ে গর্বিত জাভি
খেলা শুরুর আগেই চির পরিচিত ‘রকস্টার’ বেশে পার্ক দে প্রিন্সেসে এসে হাজির রোনালদিনহো। বার্সেলোনা নাকি পিএসজি—কাকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, সেটি অবশ্য অজানায় থাকল। তবে দুই ক্লাবই যে তাঁর স্মৃতিধন্য! ব্রাজিল থেকে পিএসজিতে এসে বিশ্ববাসীকে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ৪৪ বছর বয়সী তারকা, তা