গ্রুপ পর্বেই কঠিন পরিস্থিতি পার করে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। এবারের চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ছিল এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। শুরুতে এমন কঠিন গ্রুপে লড়াইয়ের মনোবলের কারণেই কিনা দুই দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর প্রায় সাড়ে চার মাস পর দুই দল আবার মুখোমুখি।
আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে আতিথেয়তা দেবে ডর্টমুন্ড। আতিথেয়তা নয়, প্যারিসিয়ানদের বুকে শেল বিঁধে দিতেই মাঠে নামবেন এডিন টারজিচের শিষ্যরা। শেষবার ডর্টমুন্ড সফরে ড্র করে এসেছিল পিএসজি। আর শুরুর দিনেই ডর্টমুন্ড হেরে এসেছিল প্যারিস থেকে। এবারও তেমন গ্রুপ পর্বের সেই দৃশ্যের পুনরাবৃত্তি?
কিন্তু এবার যে বিন্দুমাত্র ছাড় দেওয়ার উপায় নেই ডর্টমুন্ডের। পরশু উয়েফার ওয়েবসাইটে জাদোন সানচো তো ওয়েম্বলিতে ফাইনালে খেলার ইঙ্গিতও দিয়ে রাখলেন, ‘প্যারিস আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। ফাইনালে ওঠার জন্য আমাদের নিরহংকার হতে হবে। দিতে হবে সবকিছু।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এই মৌসুমে ডর্টমুন্ডে ফিরেই টারজিচের অধীনে যেন নিজেকে ফিরে পেয়েছেন সানচো। আর টারজিচ খুশি প্রথম লেগে অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসকে ফিরে পাওয়ায়। এমন আত্মবিশ্বাসী ডর্টমুন্ডের সামনে কেমন হতে পারে লুইস এনরিকের কৌশল? পার্ক দে প্রিন্সেসে নিজের প্রথম মৌসুমেই ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগ আঁ জিতেছেন স্প্যানিশ কোচ। এবার তাঁর চোখ পিএসজির অধরা স্বপ্নটা পূরণ করতে। লে হাভরের বিপক্ষে ড্র করলেও লিগ নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করেছেন তিনি, ‘আমরা ইতিমধ্যে চারটি শিরোপার দুটি জিতেছি এবং এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছাতে যাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য। আমি মনে করি, নিঃসন্দেহে দলটি এই মৌসুমে সেরা ফর্মে আছে।’
প্যারিসে এটিই শেষ মৌসুম কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার আগে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে পিএসজির শিরোপা-স্বপ্ন পূরণ করতে পারবেন ফরাসি ফরোয়ার্ড? ২০১৯-২০ মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তাঁর। এবার প্যারিসকে প্রতিদান দিতে অপেক্ষায় থাকবেন এমবাপ্পে।
গ্রুপ পর্বেই কঠিন পরিস্থিতি পার করে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। এবারের চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ছিল এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। শুরুতে এমন কঠিন গ্রুপে লড়াইয়ের মনোবলের কারণেই কিনা দুই দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর প্রায় সাড়ে চার মাস পর দুই দল আবার মুখোমুখি।
আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে আতিথেয়তা দেবে ডর্টমুন্ড। আতিথেয়তা নয়, প্যারিসিয়ানদের বুকে শেল বিঁধে দিতেই মাঠে নামবেন এডিন টারজিচের শিষ্যরা। শেষবার ডর্টমুন্ড সফরে ড্র করে এসেছিল পিএসজি। আর শুরুর দিনেই ডর্টমুন্ড হেরে এসেছিল প্যারিস থেকে। এবারও তেমন গ্রুপ পর্বের সেই দৃশ্যের পুনরাবৃত্তি?
কিন্তু এবার যে বিন্দুমাত্র ছাড় দেওয়ার উপায় নেই ডর্টমুন্ডের। পরশু উয়েফার ওয়েবসাইটে জাদোন সানচো তো ওয়েম্বলিতে ফাইনালে খেলার ইঙ্গিতও দিয়ে রাখলেন, ‘প্যারিস আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। ফাইনালে ওঠার জন্য আমাদের নিরহংকার হতে হবে। দিতে হবে সবকিছু।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এই মৌসুমে ডর্টমুন্ডে ফিরেই টারজিচের অধীনে যেন নিজেকে ফিরে পেয়েছেন সানচো। আর টারজিচ খুশি প্রথম লেগে অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসকে ফিরে পাওয়ায়। এমন আত্মবিশ্বাসী ডর্টমুন্ডের সামনে কেমন হতে পারে লুইস এনরিকের কৌশল? পার্ক দে প্রিন্সেসে নিজের প্রথম মৌসুমেই ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগ আঁ জিতেছেন স্প্যানিশ কোচ। এবার তাঁর চোখ পিএসজির অধরা স্বপ্নটা পূরণ করতে। লে হাভরের বিপক্ষে ড্র করলেও লিগ নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করেছেন তিনি, ‘আমরা ইতিমধ্যে চারটি শিরোপার দুটি জিতেছি এবং এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছাতে যাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য। আমি মনে করি, নিঃসন্দেহে দলটি এই মৌসুমে সেরা ফর্মে আছে।’
প্যারিসে এটিই শেষ মৌসুম কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার আগে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে পিএসজির শিরোপা-স্বপ্ন পূরণ করতে পারবেন ফরাসি ফরোয়ার্ড? ২০১৯-২০ মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তাঁর। এবার প্যারিসকে প্রতিদান দিতে অপেক্ষায় থাকবেন এমবাপ্পে।
কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
২ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
৪ ঘণ্টা আগে