পরিবর্তিত নিয়মে যেভাবে হবে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম
কেমন হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম? গতকাল রাতে মোনাকোয় ড্র অনুষ্ঠানের পর অনেকের মনে তৈরি হয়েছে প্রশ্নটা। ৭০ তম সংস্করণে এসে প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে হবে এবারের চ্যাম্পিয়নস লিগ। চার দল বাড়ায় বাছাইপর্ব পেরিয়ে সুযোগ পাচ্ছে দিনামো জাগরেব, রেড স্টার বেলগ্রেড, স্লাভিয়া প্রাহা ও স্লোভান ব্রাতিসলা