বেঁচে থাকলে হয়তো ভিলা পার্কে গিয়ে উত্তরসূরিদের উজ্জীবিত রাখার চেষ্টা করতেন গ্যারি শ। ম্যাচটি বায়ার্ন মিউনিখের বিপক্ষে বলেই একটু বেশি গলা ফাটাতেন। ৬৩ বছর বয়সে শ সপ্তাহ দুই আগে চলে গেছেন না ফেরার দেশে। তবে তাঁর উপস্থিতি কী থাকবে না আজ রাতে?
১৯৮২ সালে সবাইকে অবাক করে বায়ার্নকে হারিয়ে একমাত্র চ্যাম্পিয়নস লিগটি জেতে অ্যাস্টন ভিলা। তখন টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। রটারডামের সেই ফাইনালে ৬৭ মিনিটে ভিলার একমাত্র গোলটি করেন পিটার হোয়াইট। সেই ম্যাচে শ ছিলেন সেন্টার ফরোয়ার্ড।
তারপর চলে গেছে চার দশকের বেশি সময়। সেই ফাইনালের পর ভিলাও ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হয়ে পড়ে বিস্মৃত নাম। ৪১ বছর পর হলেও চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ইংলিশ ক্লাবটি। আর নতুনরূপের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে ভিলা মুখোমুখি বায়ার্নের।
সেই ম্যাচের আগে প্রশ্ন একটাই—রটারডামের ফাইনালের পুনরাবৃত্তি নাকি বায়ার্নের প্রতিশোধ? ভিলার কোচ উনাই এমেরি অবশ্য জার্মান জায়ান্টদের চেয়ে এ মৌসুমে শিষ্যদের পারফরম্যান্স নিয়েই বেশি চিন্তায়। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বললেন, ‘আমরা গত বছরের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নই। আমাদের উন্নতি করতে হবে।’
গত মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ভিলা। রটারডামের সেই ফাইনালের পর এবারই প্রথম তারা মুখোমুখি হবে বায়ার্নের। ইংলিশ ফুটবলে লম্বা সময় খেলেছেন বলেই জার্মান জায়ান্টদের নতুন কোচ ভিনসেন্ট কোম্পানি ভালোই চেনেন ভিলাকে। তাঁর শিষ্য হ্যারি কেইনও কি চেনেন না? বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে চোটে পড়ায় স্বদেশে ফেরা নিয়ে সংশয় ছিল ইংলিশ ফরোয়ার্ডের। তবে ভিলা-পরীক্ষার আগে গতকাল অনুশীলন সেরেছেন টটেনহামের সাবেক অধিনায়ক।
শয়ের মৃত্যুতে হোয়াইট বলেছিলেন, ‘সতীর্থ স্ট্রাইকার গ্যারি শ যখন মারা গেল, আমি কেঁদেছিলাম। আজ ভিলাও চাইবে তাদের ইতিহাসের নায়কদ্বয়কে আরেকবার স্মরণ করিয়ে দিতে।’
বেঁচে থাকলে হয়তো ভিলা পার্কে গিয়ে উত্তরসূরিদের উজ্জীবিত রাখার চেষ্টা করতেন গ্যারি শ। ম্যাচটি বায়ার্ন মিউনিখের বিপক্ষে বলেই একটু বেশি গলা ফাটাতেন। ৬৩ বছর বয়সে শ সপ্তাহ দুই আগে চলে গেছেন না ফেরার দেশে। তবে তাঁর উপস্থিতি কী থাকবে না আজ রাতে?
১৯৮২ সালে সবাইকে অবাক করে বায়ার্নকে হারিয়ে একমাত্র চ্যাম্পিয়নস লিগটি জেতে অ্যাস্টন ভিলা। তখন টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। রটারডামের সেই ফাইনালে ৬৭ মিনিটে ভিলার একমাত্র গোলটি করেন পিটার হোয়াইট। সেই ম্যাচে শ ছিলেন সেন্টার ফরোয়ার্ড।
তারপর চলে গেছে চার দশকের বেশি সময়। সেই ফাইনালের পর ভিলাও ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হয়ে পড়ে বিস্মৃত নাম। ৪১ বছর পর হলেও চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ইংলিশ ক্লাবটি। আর নতুনরূপের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে ভিলা মুখোমুখি বায়ার্নের।
সেই ম্যাচের আগে প্রশ্ন একটাই—রটারডামের ফাইনালের পুনরাবৃত্তি নাকি বায়ার্নের প্রতিশোধ? ভিলার কোচ উনাই এমেরি অবশ্য জার্মান জায়ান্টদের চেয়ে এ মৌসুমে শিষ্যদের পারফরম্যান্স নিয়েই বেশি চিন্তায়। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বললেন, ‘আমরা গত বছরের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নই। আমাদের উন্নতি করতে হবে।’
গত মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ভিলা। রটারডামের সেই ফাইনালের পর এবারই প্রথম তারা মুখোমুখি হবে বায়ার্নের। ইংলিশ ফুটবলে লম্বা সময় খেলেছেন বলেই জার্মান জায়ান্টদের নতুন কোচ ভিনসেন্ট কোম্পানি ভালোই চেনেন ভিলাকে। তাঁর শিষ্য হ্যারি কেইনও কি চেনেন না? বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে চোটে পড়ায় স্বদেশে ফেরা নিয়ে সংশয় ছিল ইংলিশ ফরোয়ার্ডের। তবে ভিলা-পরীক্ষার আগে গতকাল অনুশীলন সেরেছেন টটেনহামের সাবেক অধিনায়ক।
শয়ের মৃত্যুতে হোয়াইট বলেছিলেন, ‘সতীর্থ স্ট্রাইকার গ্যারি শ যখন মারা গেল, আমি কেঁদেছিলাম। আজ ভিলাও চাইবে তাদের ইতিহাসের নায়কদ্বয়কে আরেকবার স্মরণ করিয়ে দিতে।’
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৯ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২২ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে