Ajker Patrika

লাল কার্ড দেখে বিব্রতকর রেকর্ডে বার্সা ফুটবলার

লাল কার্ড দেখে বিব্রতকর রেকর্ডে বার্সা ফুটবলার

বার্সেলোনার জন্য গত রাতটা ছিল ভুলে যাওয়ার মতো। মোনাকোর কাছে হার দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ মৌসুম শুরু করেছে বার্সা। কাতালানদের হারের হাতে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন দলটির ডিফেন্ডার এরিক গার্সিয়া।

স্টেদে লুইস টু স্টেডিয়ামে গত রাতে গার্সিয়া লাল কার্ড দেখেছেন ১০ মিনিটে। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মোনাকোর তাকুমি মিনামিনোকে ফাউল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান গার্সিয়াকে। এতে করে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বার্সার দ্রুততম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখেন। কাতালানদের এই বিব্রতকর রেকর্ডটি আগে ছিল সাবেক মিডফিল্ডার গিলের্মো আমোরের। ১৯৯১ সালে স্পার্তার বিপক্ষে ১৭ মিনিটে লাল কার্ড দেখেন আমোর। তিনিও যে উঠে এসেছেন বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে। সে সময় চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ।

১০ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা গোল হজম করেছে দ্রুতই। মোনাকোর স্ট্রাইকার ম্যাগসান আকলিউচি গোল করেন ১৭ মিনিটে। সমতায় ফিরতে বার্সা খুব একটা দেরি করেনি। ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বার্সেলোনাকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। তাঁকে এই গোলটি করতে সহায়তা করেন মার্ক কাসাদো।  চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতার রেকর্ড করেন ইয়ামাল। তাঁর বয়স ছিল ১৭ বছর ৬৮ দিন।  ১৭ বছর ৪০ দিনে গোল করে সবচেয়ে কম বয়সে রেকর্ডটি এখনো নিজের নামে রেখেছেন আনসু ফাতি। 

ম্যাচটি ১-১ গোলে ছিল ৭০ মিনিট পর্যন্ত। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান মোনাকোর স্ট্রাইকার জর্জ লেনিখেনা। ম্যাচে অবশ্য আরও গোল হজম করতে পারত বার্সা। যেখানে ৫৬ শতাংশ বল দখলে রেখে মোনাকো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৮ শট। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে বার্সা। কাতালানরা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করেছে একটি। বল দখলে রেখেছিল ৪৪ শতাংশ।

চ্যাম্পিয়নস লিগে দ্রুততম লাল কার্ড দেখা বার্সেলোনার তিন ফুটবলার

                              মিনিট               প্রতিপক্ষ                 সাল 
এরিক গার্সিয়া              ১০                  মোনাকো               ২০২৪
গিলার্মো আমোর           ১৭                   স্পার্তা                  ১৯৯১
রোনাল্ড আরাউহো         ২৯                  পিএসজি               ২০২৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত