চোটের সঙ্গে যুদ্ধ করতে করতেই ক্লান্ত নেইমার। মাঠের খেলায় মনোযোগ কী দেবেন তিনি! চোটে পড়ে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটছে ছুরি-কাঁচির নিচে। আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে।
এ সপ্তাহের সোমবার রাতে এসতেগলালের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৫৮ মিনিটের সময় নেইমারকে নামানো হয় বদলি খেলোয়াড় হিসেবে। কিন্তু মাঠে তো তিনি আধ ঘণ্টাও খেলতে পারলেন না। চোটে পড়ায় ৮৭ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে। ঠিক তার দুদিন পর দুঃসংবাদ দিল আল হিলাল। সৌদি ক্লাবটির পক্ষ থেকে গত রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ক্যানের পর নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। সেক্ষেত্রে মাঠে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’
এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচের রাতে নেইমারের মনে হয়েছিল, গুরুতর কিছু হয়নি। চোট পেয়ে মাঠ ছাড়ার পর ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান তারকার পোস্ট দেখে ভক্ত-সমর্থকেরা হয়তো অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন। তবে আল হিলাল ক্লাব ও কোচ হোর্হে হেসুসের কথায় নেইমারকে নিয়ে ইতিবাচক কিছু পাওয়া যাচ্ছে না। রিয়াদে গতকাল এক সংবাদ সম্মেলনে নেইমারের চোট নিয়ে হেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনক যে এটা সহজ কোনো চোট না। মনে হচ্ছে সে (নেইমার) পেশির চোটে ভুগছে। হাঁটুর চোট না।’
৩৬৯ দিন মাঠের বাইরে থাকার পর এ বছরের ২১ অক্টোবর মাঠে ফিরেছিলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেই ম্যাচে আল আইনের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। খেলেছিলেন কেবল ১৩ মিনিট। হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে আল আইনকে ৫-৪ গোলে হারিয়েছিল আল হিলাল। পরবর্তীতে এসতেগলালের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আল হিলাল। যে ম্যাচটা প্রত্যাবর্তনের পর নেইমারের জন্য ছিল দুঃস্বপ্নের।
এ বছর মাঠে ফেরার আগে নেইমার সবশেষ বড় ধরনের চোটে পড়েছিলেন গত বছরের ১৮ অক্টোবর। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। অ্যান্টেরিয়র ক্রুশিয়র লিগামেন্ট (এসিএল) চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়। চোটে পড়ার আগে একই বছরের আগস্টে আল হিলালে যোগ দেন তিনি। সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির শেষ হচ্ছে আগামী বছরের জুনে।
চোটের সঙ্গে যুদ্ধ করতে করতেই ক্লান্ত নেইমার। মাঠের খেলায় মনোযোগ কী দেবেন তিনি! চোটে পড়ে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটছে ছুরি-কাঁচির নিচে। আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে।
এ সপ্তাহের সোমবার রাতে এসতেগলালের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৫৮ মিনিটের সময় নেইমারকে নামানো হয় বদলি খেলোয়াড় হিসেবে। কিন্তু মাঠে তো তিনি আধ ঘণ্টাও খেলতে পারলেন না। চোটে পড়ায় ৮৭ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে। ঠিক তার দুদিন পর দুঃসংবাদ দিল আল হিলাল। সৌদি ক্লাবটির পক্ষ থেকে গত রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ক্যানের পর নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। সেক্ষেত্রে মাঠে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’
এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচের রাতে নেইমারের মনে হয়েছিল, গুরুতর কিছু হয়নি। চোট পেয়ে মাঠ ছাড়ার পর ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান তারকার পোস্ট দেখে ভক্ত-সমর্থকেরা হয়তো অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন। তবে আল হিলাল ক্লাব ও কোচ হোর্হে হেসুসের কথায় নেইমারকে নিয়ে ইতিবাচক কিছু পাওয়া যাচ্ছে না। রিয়াদে গতকাল এক সংবাদ সম্মেলনে নেইমারের চোট নিয়ে হেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনক যে এটা সহজ কোনো চোট না। মনে হচ্ছে সে (নেইমার) পেশির চোটে ভুগছে। হাঁটুর চোট না।’
৩৬৯ দিন মাঠের বাইরে থাকার পর এ বছরের ২১ অক্টোবর মাঠে ফিরেছিলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেই ম্যাচে আল আইনের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। খেলেছিলেন কেবল ১৩ মিনিট। হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে আল আইনকে ৫-৪ গোলে হারিয়েছিল আল হিলাল। পরবর্তীতে এসতেগলালের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আল হিলাল। যে ম্যাচটা প্রত্যাবর্তনের পর নেইমারের জন্য ছিল দুঃস্বপ্নের।
এ বছর মাঠে ফেরার আগে নেইমার সবশেষ বড় ধরনের চোটে পড়েছিলেন গত বছরের ১৮ অক্টোবর। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। অ্যান্টেরিয়র ক্রুশিয়র লিগামেন্ট (এসিএল) চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়। চোটে পড়ার আগে একই বছরের আগস্টে আল হিলালে যোগ দেন তিনি। সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির শেষ হচ্ছে আগামী বছরের জুনে।
মুহাম্মাদ আব্বাসের আন্তর্জাতিক অভিষেক হয়েছে তাঁর জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে—ওয়ানডে অভিষেকে মাত্র ২৪ বলে ফিফটি করে গড়েছেন দ্রুততম ফিফটির রেকর্ড। বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এসেছেন বাংলাদেশ সফরে।
৩ মিনিট আগেসুপারম্যান, বাজপাখি—ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমেরের গত রাতের পারফরম্যান্স দেখে এসব উপাধিই মনে আসবে। প্রাণপণে লড়তে থাকা বার্সেলোনাকে বলতে গেলে তিনিই হারিয়ে দিয়েছেন। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে বার্সার একের পর এক শট ফিরিয়ে দিয়ে সোমের বনে গেলেন ম্যাচের মহানায়ক।
৩৫ মিনিট আগেসমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তা-ই হলো বার্সেলোনা-ইন্টার মিলান সেমিফাইনালে। দুই দলই প্রাণপণে চেষ্টা করেছে। যার ফল দুই লেগ মিলিয়ে সেমির স্কোরলাইন, ইন্টার মিলান ৭: বার্সেলোনা ৬। এই মৌসুমে ফাইনালের কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও বার্সেলোনা তেমন একটা হতাশ নয়।
১ ঘণ্টা আগে৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
১৩ ঘণ্টা আগে