তিক্ত হারে চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২০২৫ মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। রবার্ত লেভানদোভস্কির জোড়া গোলের সৌজন্য গতকাল রাতে ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
বার্সেলোনার আক্রমণের পসরায় রীতিমতো হাঁসফাঁস করে ইয়াং বয়েজের ডিফেন্ডাররা। গোলের জন্য ২১টি শট নেয় তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্য। এস্তাদি অলিম্পিকে ম্যাচের অষ্টম মিনিটে রাফিনিয়ার পাসে বার্সেলোনাকে এগিয়ে নেন পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি। ৩৪ মিনিটে ফিরতি শটে নিজেই গোল করেন রাফিনিয়া। তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন ইনিগো মার্তিনেজ।
বিরতির পরেও ছন্দ ধরে রাখে বার্সা। লেভানদোভস্কি আদায় করে নেন দ্বিতীয় গোল। ৫১ মিনিটে মার্তিনেজের ক্রসে ছয় গজ বক্স থেকে হেড করেন তিনি। বয়েজের সেন্ট্রার ডিফেন্ডার মোহাম্মদ আলী কামারের আত্মঘাতী গোল বার্সা পায় ৫-০ ব্যবধানের বড় জয়।
রাতে অন্য ম্যাচগুলোয়—সেল্টিকে ৭-১ গোল বিধ্বস্ত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। কাই হ্যাভার্টস ও বুকায়ো সাকার গোলে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ক্রুবেনা সভেসদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছে লাউতারো মার্তিনেজ। স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
তিক্ত হারে চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২০২৫ মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। রবার্ত লেভানদোভস্কির জোড়া গোলের সৌজন্য গতকাল রাতে ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
বার্সেলোনার আক্রমণের পসরায় রীতিমতো হাঁসফাঁস করে ইয়াং বয়েজের ডিফেন্ডাররা। গোলের জন্য ২১টি শট নেয় তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্য। এস্তাদি অলিম্পিকে ম্যাচের অষ্টম মিনিটে রাফিনিয়ার পাসে বার্সেলোনাকে এগিয়ে নেন পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি। ৩৪ মিনিটে ফিরতি শটে নিজেই গোল করেন রাফিনিয়া। তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন ইনিগো মার্তিনেজ।
বিরতির পরেও ছন্দ ধরে রাখে বার্সা। লেভানদোভস্কি আদায় করে নেন দ্বিতীয় গোল। ৫১ মিনিটে মার্তিনেজের ক্রসে ছয় গজ বক্স থেকে হেড করেন তিনি। বয়েজের সেন্ট্রার ডিফেন্ডার মোহাম্মদ আলী কামারের আত্মঘাতী গোল বার্সা পায় ৫-০ ব্যবধানের বড় জয়।
রাতে অন্য ম্যাচগুলোয়—সেল্টিকে ৭-১ গোল বিধ্বস্ত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। কাই হ্যাভার্টস ও বুকায়ো সাকার গোলে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ক্রুবেনা সভেসদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছে লাউতারো মার্তিনেজ। স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
২৫ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
২ ঘণ্টা আগে