Ajker Patrika

দুর্দান্ত মার্তিনেজ, বার্সার দারুণ জয়

দুর্দান্ত মার্তিনেজ, বার্সার দারুণ জয়

তিক্ত হারে চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২০২৫ মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। রবার্ত লেভানদোভস্কির জোড়া গোলের সৌজন্য গতকাল রাতে ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। 

বার্সেলোনার আক্রমণের পসরায় রীতিমতো হাঁসফাঁস করে ইয়াং বয়েজের ডিফেন্ডাররা। গোলের জন্য ২১টি শট নেয় তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্য। এস্তাদি অলিম্পিকে ম্যাচের অষ্টম মিনিটে রাফিনিয়ার পাসে বার্সেলোনাকে এগিয়ে নেন পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি। ৩৪ মিনিটে ফিরতি শটে নিজেই গোল করেন রাফিনিয়া। তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন ইনিগো মার্তিনেজ। 

বিরতির পরেও ছন্দ ধরে রাখে বার্সা। লেভানদোভস্কি আদায় করে নেন দ্বিতীয় গোল। ৫১ মিনিটে মার্তিনেজের ক্রসে ছয় গজ বক্স থেকে হেড করেন তিনি। বয়েজের সেন্ট্রার ডিফেন্ডার মোহাম্মদ আলী কামারের আত্মঘাতী গোল বার্সা পায় ৫-০ ব্যবধানের বড় জয়। 

রাতে অন্য ম্যাচগুলোয়—সেল্টিকে ৭-১ গোল বিধ্বস্ত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। কাই হ্যাভার্টস ও বুকায়ো সাকার গোলে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ক্রুবেনা সভেসদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছে লাউতারো মার্তিনেজ। স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত