Ajker Patrika

মেসির রেকর্ড স্পর্শ করলেন ভিনিসিয়ুস

মেসির রেকর্ড স্পর্শ করলেন ভিনিসিয়ুস

চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তি আগে থেকেই ছিল রিয়াল মাদ্রিদের দখলে। গতকাল লস ব্ল্যাঙ্কোসদের নামের পাশে আরেকটি পালক যুক্ত হয়েছে। রেকর্ড ১৫ ট্রফি জিততে গতকাল ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। 

রিয়ালের হয়ে গোল দুটি করেছেন—দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৮৩ মিনিটের গোলে লিওনেল মেসির একটা কীর্তিতে ভাগ বসিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের নকআউট পর্বে মেসির গোল এবং অ্যাসিস্টের সংখ্যা হচ্ছে ২২। নামের পাশে সংখ্যাটা বসাতে ১৬৩ ম্যাচ খেলতে হয়েছে আটবারের ব্যালন ডি অর জয়ীকে। 

সেখানে মেসির কীর্তি স্পর্শ করতে ভিনিসিয়ুসের লেগেছে মাত্র ৫৬ ম্যাচ। অর্থাৎ, ১০৭ ম্যাচ কম খেলেই মেসির নকআউট পর্বের গোল ও অ্যাসিস্টের সংখ্যা স্পর্শ করেছেন ভিনি। নকআউটে ১১ গোলের বিপরীতে সমান ১১ অ্যাসিস্ট করেছেন তিনি। 

তবে সব মিলিয়ে হিসেবে করলে মেসির চেয়ে যোজন যোজন দূরত্বে আছেন ভিনি। ৫৬ ম্যাচে গোলে অবদান রেখেছেন ৪৩টি। যার মধ্যে ২১টি গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২টি। অন্যদিকে মেসি করেছেন ১২৯ গোল এবং সহায়তা করেছেন ৪৫টি। 

বয়স ২৪ হওয়ার আগেই যেভাবে ছুটছেন ভিনি সামনে নিশ্চিতভাবেই আরও অনেক কীর্তি বা রেকর্ড নিজের করে নেবেন তা না বললেও চলে। তাঁর প্রতিভার কারণে ইতিমধ্যে তাঁকে বর্তমান সময়ের সেরা তিন ফুটবলারের একজন বলে মনে করেন স্বদেশি কিংবদন্তি রিভালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত