চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ কতটা ভয়ংকর, তা তো অনেকেরই জানা। বিশেষ করে নকআউট রাউন্ডে উঠলে তাদের হারানো বেশ কঠিন হয়ে ওঠে। সেক্ষেত্রে ভেন্যু কোনো ব্যাপার না তাদের কাছে। বায়ার্ন মিউনিখের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ গত রাতে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্নের দাপটই ছিল। তবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিনের দৃঢ়তায় বায়ার্ন কিছু গোল করতে পারেনি। বায়ার্নের ফিনিশিং দুর্বলতাও ছিল। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান বাড়ায় বায়ার্ন। ৫৩ ও ৫৭ মিনিটে লিরয় সানে ও হ্যারি কেইনের গোলে ২-১ করে নেয় ব্যাভারিয়ানরা। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বায়ার্নই জিততে যাচ্ছে। ম্যাচের ৮৩ মিনিটের সময়ই ঘটে বিপত্তি। নিজেদের ডি বক্সের মধ্যে বায়ার্ন ডিফেন্ডার কিম মিন জি টেনে ধরেন রদ্রিগোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি থেকে রিয়ালের সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল ক্ষোভ ঝারেন কিমের ওপর। রিয়ালের দুটি গোলেই বায়ার্ন ডিফেন্ডারের দায় দেখছেন টুখেল। ম্যাচের ২৪ মিনিটে বায়ার্ন রক্ষণভাগকে বোকা বানিয়ে আলতো ছোঁয়ায় পাস দেন টনি ক্রুস। ক্রুসের পাস থেকে গোলটি করেন ভিনি। সাংবাদিকদের বায়ার্ন কোচ বলেন, ‘সে বেশি লোভী হয়ে গিয়েছিল। ভিনিসিয়ুসের প্রথম গোলের সময় সে বেশ এগিয়ে যায়। টনি ক্রুসের পাসের কাছে সে (কিম) ধরা খায়। সে (কিম) বেশি আগ্রাসী হয়ে ওঠে। দ্বিতীয় গোলের সময় দুর্ভাগ্যজনকভাবে হয়েছে আরও এক ভুল। রদ্রিগোকে এমন আগ্রাসীভাবে ডিফেন্ড করা ঠিক হয়নি।’
সান্টিয়াগো বার্নাব্যুতে ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। অ্যাওয়ে মাঠে যেখানে ড্র করল রিয়াল, সেখানে রিয়ালকে তাদের মাঠে হারানো একটু কঠিনই যেকোনো দলের জন্য। তবে অতীত ভুলে টুখেল নজর রাখছেন ভবিষ্যতের দিকেই। বায়ার্ন কোচ বলেন, ‘তাদের (রিয়াল) যে গুণসম্পন্ন দল, এমন ভুল করলে অবশ্যই ভুগতে হবে। তবে এমনটা হয়েই থাকে। আমাদের এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ কতটা ভয়ংকর, তা তো অনেকেরই জানা। বিশেষ করে নকআউট রাউন্ডে উঠলে তাদের হারানো বেশ কঠিন হয়ে ওঠে। সেক্ষেত্রে ভেন্যু কোনো ব্যাপার না তাদের কাছে। বায়ার্ন মিউনিখের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ গত রাতে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্নের দাপটই ছিল। তবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিনের দৃঢ়তায় বায়ার্ন কিছু গোল করতে পারেনি। বায়ার্নের ফিনিশিং দুর্বলতাও ছিল। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান বাড়ায় বায়ার্ন। ৫৩ ও ৫৭ মিনিটে লিরয় সানে ও হ্যারি কেইনের গোলে ২-১ করে নেয় ব্যাভারিয়ানরা। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বায়ার্নই জিততে যাচ্ছে। ম্যাচের ৮৩ মিনিটের সময়ই ঘটে বিপত্তি। নিজেদের ডি বক্সের মধ্যে বায়ার্ন ডিফেন্ডার কিম মিন জি টেনে ধরেন রদ্রিগোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি থেকে রিয়ালের সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল ক্ষোভ ঝারেন কিমের ওপর। রিয়ালের দুটি গোলেই বায়ার্ন ডিফেন্ডারের দায় দেখছেন টুখেল। ম্যাচের ২৪ মিনিটে বায়ার্ন রক্ষণভাগকে বোকা বানিয়ে আলতো ছোঁয়ায় পাস দেন টনি ক্রুস। ক্রুসের পাস থেকে গোলটি করেন ভিনি। সাংবাদিকদের বায়ার্ন কোচ বলেন, ‘সে বেশি লোভী হয়ে গিয়েছিল। ভিনিসিয়ুসের প্রথম গোলের সময় সে বেশ এগিয়ে যায়। টনি ক্রুসের পাসের কাছে সে (কিম) ধরা খায়। সে (কিম) বেশি আগ্রাসী হয়ে ওঠে। দ্বিতীয় গোলের সময় দুর্ভাগ্যজনকভাবে হয়েছে আরও এক ভুল। রদ্রিগোকে এমন আগ্রাসীভাবে ডিফেন্ড করা ঠিক হয়নি।’
সান্টিয়াগো বার্নাব্যুতে ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। অ্যাওয়ে মাঠে যেখানে ড্র করল রিয়াল, সেখানে রিয়ালকে তাদের মাঠে হারানো একটু কঠিনই যেকোনো দলের জন্য। তবে অতীত ভুলে টুখেল নজর রাখছেন ভবিষ্যতের দিকেই। বায়ার্ন কোচ বলেন, ‘তাদের (রিয়াল) যে গুণসম্পন্ন দল, এমন ভুল করলে অবশ্যই ভুগতে হবে। তবে এমনটা হয়েই থাকে। আমাদের এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন:
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
২ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৫ ঘণ্টা আগে