শক্তি, সৌভাগ্য ও ত্যাগ দিয়ে গড়া আনচেলত্তির রিয়াল মাদ্রিদ
দুই মিনিটে দুই গোল, অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। যারা রিয়াল মাদ্রিদের ভক্ত নন, প্রশংসায় পঞ্চমুখ তারাও। মৌসুমজুড়ে একটা দল কতবার দর্শকদের বিস্মিত করতে পারে? একবার, এরপর ভাগ্যের জোরে হয়তো বা আরেকবার। কিন্তু এই রিয়ালকে মনে হচ্ছে আরব্য রজনীর বইয়ের পাতা থেকে উঠে আসা এক দল যারা নতুন করে রূপকথা লিখছে শুধু ন