চুয়াডাঙ্গায় তালশাঁসের কদর বেড়েছে
চুয়াডাঙ্গায় গ্রীষ্মের আকর্ষণীয় ফল তাল ও তার কচি কচি শাঁস। তাপপ্রবাহে জেলায় বেড়েছে ফলটির কদর। জেলা শহরের অলিগলিসহ উপজেলাগুলোর বিভিন্ন বাজার এলাকার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে তালশাঁস। জানা গেছে, একটি শাঁস আকারভেদে ৪ থেকে ৫ টাকা এবং একটি তাল ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।