Ajker Patrika

নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাবা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৫: ০৯
নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাবা 

চুয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা জালাল মালিথাকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ বুধবার তাকে আদালতে তোলা হবে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী মেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়েরের পর জালাল মালিথাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস।

গ্রেপ্তারকৃত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার আলতাফ মালিথার ছেলে। 

ভুক্তভোগী মেয়ের স্বামী বলেন, ‘আমার শ্বশুর জালাল মালিথা প্রায়ই তার নিজের মেয়েকে উত্ত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। নিজের বাবার লালসার হাত থেকে রক্ষা পেতে আমরা বেলগাছি এলাকায় ভাড়া বাড়িতে চলে আসি। তার পরও আমার শ্বশুর আমাদের পিছু ছাড়েনি। গতকাল আমি কাজের জন্য বাইরে যাই। এই সুযোগে আমার শ্বশুর বেলগাছি ঈদগাহপাড়ায় যায়। এ সময় কৌশলে আমার ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই ঘটনায় রাতেই আমার স্ত্রী বাদী হয়ে সদর থানায় নিজের বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।’

এ বিষয়ে ওসি বলেন, ‘অভিযোগকারীদের দেওয়া তথ্যমতে, অভিযুক্ত জালাল মালিথা খারাপ প্রকৃতির মানুষ। মেয়েটিকে ছোটবেলা থেকেই উত্ত্যক্ত করত সে। গত ১০-১২ বছর আগে জালাল মালিথা জেলে থাকা অবস্থায় মেয়েটির মা ও চাচারা তাঁকে বিয়ে দেন। কিন্তু জেল থেকে বেরিয়ে আবারও বিভিন্ন কৌশলে তাঁর নিজের মেয়েকে উত্ত্যক্ত করা শুরু করে জালাল মালিথা। গতকাল নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে রাতেই ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় তাঁর বাবার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।’ 

ওসি আরও বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত