Ajker Patrika

৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

টানা ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

জানা যায়, আজ ভোরে কালবৈশাখী ঝড় আলমডাঙ্গা উপজেলায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালায়। এ সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার হালসা রেলপথের মাঝামাঝি স্থানে রেললাইনের ওপর বেশ কিছু গাছ ভেঙে পড়ে। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রেললাইনের ওপরে ভেঙে পড়া গাছ অপসারণ করা হলে ৫ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়ে যায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সড়কের ওপর ভেঙে পড়া গাছ অপসারণ করেনঅপরদিকে, উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েকশ বাড়িঘরের চালা উড়ে যায়। বিদ্যুতের খুঁটিসহ উঠতি ধান ও পান বরজের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কেও গাছ ভেঙে পড়ায় সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সড়কের ওপর ভেঙে পড়া গাছ অপসারণ করলে যানচলাচল স্বাভাবিক হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ১১টার দিকে রেললাইনের ওপরে ভেঙে পড়া গাছ অপসারণ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত