চুয়াডাঙ্গা প্রতিনিধি
পাঁচ রেলশ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে চুয়াডাঙ্গা স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রেলওয়েতে কর্মরত শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে স্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন রেলওয়ের কর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের ওপর রেললাইন সংস্কারের কাজ করছিলেন ২০-২৫ জন রেলশ্রমিক। এ সময় সংকেত অমান্য করে দর্শনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লাল ব্রিজের ওপর উঠে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকেরা নিচে পানিতে লাফ দেন, আবার ট্রেন থেকেও ঝাঁপিয়ে পড়েন কিছু যাত্রী। পরে মালবাহী ট্রেনটি থামলে চালক ও সহকারীকে মারধর করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে মালবাহী ট্রেন লাইনে থামিয়ে রাখেন চালক। পরে রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যস্থতায় আট ঘণ্টা পর সেই মালবাহী ট্রেন চালু হয়। পরে ট্রেনচালককে মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয় রেলের পাঁচ শ্রমিককে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবারে সকাল থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান নেন কর্মরত রেলশ্রমিকেরা। এ সময় তাঁরা লাইন ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন অবরোধের হুমকি দেন। পরে স্থানীয় প্রশাসন ও রেলের কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, রেললাইনের সংস্কার করতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। আবার সেই শ্রমিকদেরই কাজ থেকে প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত মানা যায় না। এই পাঁচ শ্রমিককে আবার পুনর্বহাল করতে হবে, নয়তো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বেলা ১১টা থেকে কিছু শ্রমিক স্টেশন এলাকায় অবস্থান নেন। তাঁদের আন্দোলনে কোনো ট্রেন কিংবা যাত্রীর ভোগান্তি হয়নি। পরে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে স্টেশনে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা হয়। রেল কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন। স্টেশন এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
পাঁচ রেলশ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে চুয়াডাঙ্গা স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রেলওয়েতে কর্মরত শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে স্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন রেলওয়ের কর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের ওপর রেললাইন সংস্কারের কাজ করছিলেন ২০-২৫ জন রেলশ্রমিক। এ সময় সংকেত অমান্য করে দর্শনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লাল ব্রিজের ওপর উঠে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকেরা নিচে পানিতে লাফ দেন, আবার ট্রেন থেকেও ঝাঁপিয়ে পড়েন কিছু যাত্রী। পরে মালবাহী ট্রেনটি থামলে চালক ও সহকারীকে মারধর করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে মালবাহী ট্রেন লাইনে থামিয়ে রাখেন চালক। পরে রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যস্থতায় আট ঘণ্টা পর সেই মালবাহী ট্রেন চালু হয়। পরে ট্রেনচালককে মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয় রেলের পাঁচ শ্রমিককে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবারে সকাল থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান নেন কর্মরত রেলশ্রমিকেরা। এ সময় তাঁরা লাইন ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন অবরোধের হুমকি দেন। পরে স্থানীয় প্রশাসন ও রেলের কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, রেললাইনের সংস্কার করতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। আবার সেই শ্রমিকদেরই কাজ থেকে প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত মানা যায় না। এই পাঁচ শ্রমিককে আবার পুনর্বহাল করতে হবে, নয়তো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বেলা ১১টা থেকে কিছু শ্রমিক স্টেশন এলাকায় অবস্থান নেন। তাঁদের আন্দোলনে কোনো ট্রেন কিংবা যাত্রীর ভোগান্তি হয়নি। পরে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে স্টেশনে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা হয়। রেল কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন। স্টেশন এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
১০ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
১২ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২০ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
২৩ মিনিট আগে