‘সূর্য দাউ দাউ করে জ্বোলছে, রোদির তাপে এক্বেবারে পুইড়ে যাচ্চি’
নির্মাণ শ্রমিক আব্দুল মাজেদ বলেন, ‘মাতার ওপরে সূর্য দাউ দাউ করে জোলছে, রোদির (রোদের) তাপে এক্বেবারে পুইড়ে যাচ্চি। তারপরও কিচ্চু করার নেই, কাজ না করলি খাবো কী? মাঝে মদ্দি হালকা কইরে বসে আবার কাজ কচ্চি।’