Ajker Patrika

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৭: ৩৭
চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হিট স্ট্রোকে জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ধানের খেতে সেচ দিতে গিয়ে হিট স্ট্রোক আক্রান্ত হন তিনি। এরপর তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকির হোসেন (৩৩) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।  

নিহত জাকির হোসেনের প্রতিবেশী আকবর আলী বলেন, সকালে ধানের খেতে সেচ দিতে যায় জাকির হোসেন। ঘণ্টাখানেক মাঠে থাকার পর খবর পাওয়া যায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে মাঠের অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জাকির হোসেন নামে এক রোগীকে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনেরা। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করেছিলেন।’

উল্লেখ্য, চুয়াডাঙ্গা টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ শনিবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ৃন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত