মানুষের চিকিৎসায় মাছির জীবন্ত লার্ভা
মাছি চেনে না, এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। তিন জোড়া তিন ভাঁজের পা এবং এক জোড়া পাখার পতঙ্গ মাছির আছে এক বিশাল জগৎ। বিজ্ঞানীরা এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার প্রজাতির মাছির সন্ধান দিয়েছেন! পচাগলা, দুর্গন্ধযুক্ত খাবার মাছিদের খুব পছন্দ।