Ajker Patrika

জমি নিয়ে বিরোধে মারধরে বৃদ্ধ নিহত, আটক ৩ 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৪, ১৬: ১০
জমি নিয়ে বিরোধে মারধরে বৃদ্ধ নিহত, আটক ৩ 

নীলফামারীর কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় সুফলা রানী (৭০) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।

আটক ব্যক্তিরা হলেন বড়ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানী রায় (৩৪), বিন্নাকুড়ি রুপনচানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা রানী রায় (৬১) ও কেদার চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায় (১৯)।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বিকেলে তাঁরা ট্রাক্টর দিয়ে নিহতের জমি চাষ করছিলেন। এ সময়ে তাঁরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। পরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে সুফলা রানীসহ দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সুফলা রানীর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত