Ajker Patrika

চিকিৎসার বাইরে থাকে অধিকাংশ থাইরয়েড রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিকিৎসার বাইরে থাকে অধিকাংশ থাইরয়েড রোগী

বর্তমানে দেশের বিপুল জনগোষ্ঠী থাইরয়েড রোগে আক্রান্ত। এদের অর্ধেকের বেশিই জানে না যে তারা থাইরয়েড সমস্যায় ভুগছে। ফলে থাইরয়েড আক্রান্ত রোগীর বড় অংশই চিকিৎসা সেবার বাইরে থাকে। 

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচকেরা এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির থাইরয়েড টাস্কফোর্স। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও থাইরয়েড টাস্কফোর্সের কো–অর্ডিনেটর ডা. শাহজাদা সেলিম। 

তিনি বলেন, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন মানব পরিপাক প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা পালন করে। ভ্রূণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য। এ হরমোনের তারতম্যের জন্য শারীরিক ও মানসিক বৃদ্ধি, শরীর মোটা হওয়া, ক্ষয় হওয়া, মাসিকের বিভিন্ন সমস্যা, ত্বকের বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা এবং চোখ ভয়ংকরভাবে বড় হয়ে যেতে পারে। বন্ধ্যত্বের অন্যতম কারণ হিসেবে থাইরয়েড হরমোনের তারতম্যকে দায়ী করা হয়। শারীরিক কার্যক্ষমতা সঠিক রাখার জন্য নির্দিষ্ট মাত্রায় এ হরমোন শরীরে থাকা একান্ত জরুরি। তাই থাইরয়েড নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। 

ডা. শাহজাদা সেলিম বলেন, বাংলাদেশে থাইরয়েড সমস্যার সকল ধরনকে এক সঙ্গে হিসেব করলে তা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের কাছাকাছি হবে। তবে পরীক্ষার আওতায় না আসায় অধিকাংশ রোগী চিকিৎসা সেবার বাইরে থাকে। আক্রান্ত অনেক রোগী জানেই না তাঁরা থাইরয়েড সমস্যায় ভুগছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন থাইরয়েড টাস্কফোর্সের সদস্যসচিব ডা. আফিয়া যায়নব তন্বীসহ আরও অনেকে।

২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস। ২০০৯ সাল থেকে সারা বিশ্বে এ দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘থাইরয়েড রোগ, অসংক্রামক রোগ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত