ফ্যাক্টচেক ডেস্ক
রাজধানী ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের দংশনে সরকারি হিসাবে মারা গেছেন অন্তত পাঁচজন। এর আগে ২০২১ সালেও ব্যাপক আলোচনায় ছিল রাসেলস ভাইপার। ওই বছর দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের দংশনে বেশ কয়েকজন প্রাণ হারান। এই সাপ আলোচনায় থাকার কারণ হলো বাংলাদেশে দেখা যাওয়া সাপগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষধর বলে বিশেষজ্ঞরা বলে থাকেন।
কেবল বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশ মিয়ানমারেও এই সাপের বেশ উপদ্রব আছে। দেশটিতে গত মে আসে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, দেশটির স্থানীয় ‘রাখাইন’ (মানজানো কলা, যা অনেকটা সবরি কলার মতো) কলা গাছের আঠা এই সাপের বিষের বিরুদ্ধে কার্যকর। তবে দাবিটি সত্য নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ।
দাবিটির সত্যতা যাচাইয়ে থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ড. নাপাত রত্নারথর্নের সঙ্গে যোগাযোগ করে এএফপি। তিনি বলেন, রাখাইন কলা গাছের আঠা রাসেলস ভাইপারের দংশনের চিকিৎসায় কার্যকর দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। যদিও কিছু গবেষণায় কলার ঔষধি গুণ নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনোটিই সাপের বিষের বিরুদ্ধে কলার আঠার কার্যকারিতা চূড়ান্তভাবে প্রমাণ করতে পারেনি।
তিনি আরও বলেন, কলার আঠার মতো অপ্রমাণিত দাওয়া অনেক ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে এবং গুরুতর স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্প দংশন বিশেষজ্ঞ ড. ডেভিড উইলিয়ামসও জানান, দাবিটির পক্ষে কোনো গবেষণালব্ধ প্রমাণ নেই। সাপের দংশনের একমাত্র কার্যকর প্রতিষেধক হলো, প্রাণীর প্লাজমার ইমিউনোগ্লোবুলিন থেকে প্রাপ্ত অ্যান্টিভেনম।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি এম এ ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে একটি বই লিখেছেন। বইয়ে তিনি উল্লেখ করেছেন, উপযুক্ত চিকিৎসা হলে গোখরা সাপের দংশনের ৮ ঘণ্টা পর, কেউটে সাপের দংশনের ১৮ ঘণ্টা পর ও চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপের দংশনের ৭২ ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে।
এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। সাপের দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে, এর অ্যান্টিবডি বিষকে নিষ্ক্রিয় করে। এতে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপ্রত্যঙ্গ রক্ষা পায়। সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশে প্রতি বছর অনেকে বিষধর সাপের কামড় খেয়ে মারা যান শুধু সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে। বিশেষ করে হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাই বিষধর সাপের কামড়ের চিকিৎসায় অ্যান্টিভেনম ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
রাজধানী ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের দংশনে সরকারি হিসাবে মারা গেছেন অন্তত পাঁচজন। এর আগে ২০২১ সালেও ব্যাপক আলোচনায় ছিল রাসেলস ভাইপার। ওই বছর দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের দংশনে বেশ কয়েকজন প্রাণ হারান। এই সাপ আলোচনায় থাকার কারণ হলো বাংলাদেশে দেখা যাওয়া সাপগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষধর বলে বিশেষজ্ঞরা বলে থাকেন।
কেবল বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশ মিয়ানমারেও এই সাপের বেশ উপদ্রব আছে। দেশটিতে গত মে আসে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, দেশটির স্থানীয় ‘রাখাইন’ (মানজানো কলা, যা অনেকটা সবরি কলার মতো) কলা গাছের আঠা এই সাপের বিষের বিরুদ্ধে কার্যকর। তবে দাবিটি সত্য নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ।
দাবিটির সত্যতা যাচাইয়ে থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ড. নাপাত রত্নারথর্নের সঙ্গে যোগাযোগ করে এএফপি। তিনি বলেন, রাখাইন কলা গাছের আঠা রাসেলস ভাইপারের দংশনের চিকিৎসায় কার্যকর দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। যদিও কিছু গবেষণায় কলার ঔষধি গুণ নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনোটিই সাপের বিষের বিরুদ্ধে কলার আঠার কার্যকারিতা চূড়ান্তভাবে প্রমাণ করতে পারেনি।
তিনি আরও বলেন, কলার আঠার মতো অপ্রমাণিত দাওয়া অনেক ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে এবং গুরুতর স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্প দংশন বিশেষজ্ঞ ড. ডেভিড উইলিয়ামসও জানান, দাবিটির পক্ষে কোনো গবেষণালব্ধ প্রমাণ নেই। সাপের দংশনের একমাত্র কার্যকর প্রতিষেধক হলো, প্রাণীর প্লাজমার ইমিউনোগ্লোবুলিন থেকে প্রাপ্ত অ্যান্টিভেনম।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি এম এ ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে একটি বই লিখেছেন। বইয়ে তিনি উল্লেখ করেছেন, উপযুক্ত চিকিৎসা হলে গোখরা সাপের দংশনের ৮ ঘণ্টা পর, কেউটে সাপের দংশনের ১৮ ঘণ্টা পর ও চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপের দংশনের ৭২ ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে।
এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। সাপের দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে, এর অ্যান্টিবডি বিষকে নিষ্ক্রিয় করে। এতে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপ্রত্যঙ্গ রক্ষা পায়। সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশে প্রতি বছর অনেকে বিষধর সাপের কামড় খেয়ে মারা যান শুধু সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে। বিশেষ করে হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাই বিষধর সাপের কামড়ের চিকিৎসায় অ্যান্টিভেনম ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১১ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৫ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫