থাইল্যান্ডে রমরমা মেডিকেল ট্যুরিজম, নজরে বাংলাদেশও
বিশ্বব্যাপী যেহেতু মেডিকেল ট্যুরিজম বাড়ছে, তাই এই খাত থেকে থাইল্যান্ডেরও লাভবান হওয়ার সুযোগ আছে। দেশটির বিখ্যাত বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালের মতে, ২০৩০ সালের মধ্যে থাই মেডিকেল ট্যুরিজমের প্রবৃদ্ধি হবে অন্তত ৪৩ শতাংশ। ফলে থাই মেডিকেল ট্যুরিজম খাতের আর্থিক আকার দাঁড়াবে ১৬ বিলিয়ন ডলার