Ajker Patrika

ঢামেকে চিকিৎসা নিলেন সাবেক রেলমন্ত্রী

ঢামেক প্রতিবেদক
ঢামেকে চিকিৎসা নিলেন সাবেক রেলমন্ত্রী

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার পুলিশের একটি প্রিজন ভ্যানে যাত্রাবাড়ী থানা–পুলিশ তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা শেষে আবার তাঁকে নিয়ে যাওয়া হয়। 

বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে নুরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। 

হাসপাতালের থেকে একটি সূত্র জানায়, পুলিশ পাহারায় সাবেক রেলমন্ত্রী সুজনের মাথায় হেলমেট পরা অবস্থায় ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে পুলিশ পাহারায় চিকিৎসা নিয়ে পৌনে ৬টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাবেক রেলমন্ত্রীকে শ্বাসকষ্ট জনিত কারণে যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাঁকে নিয়ে যায়। 

জানা যায়, গ্রেপ্তার নুরুল ইসলাম সুজন যাত্রাবাড়ী থানার মামলায় আজ ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে যাত্রাবাড়ী থানা থেকে ২২ জন পুলিশ সদস্যের নিরাপত্তা প্রহরায় আজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে যাত্রাবাড়ী থানার উদ্দেশে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত