‘যেকোনো উপায়ে সন্তানকে মানুষ করুন, অভাব থাকবে না’
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র বিশিস্ট ব্যবসায়ী মোহাম্মদ মনজুর আলম বলেছেন, ‘মানুষ সবাই এক আল্লাহর সৃষ্টি। কেউ জন্মসূত্রে গরিব, কেউবা স্বভাবগত কারণে গরিব।’ আজ শুক্রবার বাদ জুমা আলহাজ হোছনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে নগরীর এইচএম ভবনে ভিক্ষুকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।