সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আলোচিত ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম এবার নিজ দল আওয়ামী লীগের প্রতিবাদের মুখে পড়েছেন। পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার মামলার এই আসামির বিরুদ্ধে পাহাড় কাটাসহ বিস্তর অভিযোগ রয়েছে।
জহুরুল আলম জসিম নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর। সম্প্রতি পাহাড়তলী ও আকবরশাহ থানা এবং ওয়ার্ড কমিটির অধিকাংশ নেতা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রকাশ্যে। এরই বহিঃপ্রকাশ দেখা যায় গত মঙ্গলবার। মাদক-সন্ত্রাস প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগের নেতারা প্রতিবাদস্বরূপ গণ-পথসভা করে জসিমের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান।
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় কাটা, খাল, ছড়া ও লেক ভরাট করে প্লট বাণিজ্য, পাহাড়ের মাটি বিক্রি ও পাহাড় কেটে খামার নির্মাণের মতো পরিবেশ বিধ্বংসী কাজের সঙ্গে জড়িত বলে বক্তারা দাবি করেন।
নগরীর আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন বলেন, ‘ওই এলাকায় কে বা কার সহযোগীরা পাহাড় কাটে তা দিনের মতো পরিষ্কার। তাঁদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।’
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সরোয়ার মোর্শেদ কচির। তিনি বলেন, চসিকের নাম ব্যবহার করে চিহ্নিত পাহাড়খেকো, সরকারি সম্পত্তি লুটপাটকারী ও এলাকায় মাদক-সন্ত্রাসের সম্পৃক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আমার পেছনে লেগেছে। এসবের সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত না।’
গত ২৬ জানুয়ারি আকবরশাহ এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়েন কাউন্সিলর জহুরুল আলমের অনুসারীরা। এই ঘটনায়ও মামলা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আলোচিত ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম এবার নিজ দল আওয়ামী লীগের প্রতিবাদের মুখে পড়েছেন। পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার মামলার এই আসামির বিরুদ্ধে পাহাড় কাটাসহ বিস্তর অভিযোগ রয়েছে।
জহুরুল আলম জসিম নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর। সম্প্রতি পাহাড়তলী ও আকবরশাহ থানা এবং ওয়ার্ড কমিটির অধিকাংশ নেতা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রকাশ্যে। এরই বহিঃপ্রকাশ দেখা যায় গত মঙ্গলবার। মাদক-সন্ত্রাস প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগের নেতারা প্রতিবাদস্বরূপ গণ-পথসভা করে জসিমের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান।
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় কাটা, খাল, ছড়া ও লেক ভরাট করে প্লট বাণিজ্য, পাহাড়ের মাটি বিক্রি ও পাহাড় কেটে খামার নির্মাণের মতো পরিবেশ বিধ্বংসী কাজের সঙ্গে জড়িত বলে বক্তারা দাবি করেন।
নগরীর আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন বলেন, ‘ওই এলাকায় কে বা কার সহযোগীরা পাহাড় কাটে তা দিনের মতো পরিষ্কার। তাঁদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।’
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সরোয়ার মোর্শেদ কচির। তিনি বলেন, চসিকের নাম ব্যবহার করে চিহ্নিত পাহাড়খেকো, সরকারি সম্পত্তি লুটপাটকারী ও এলাকায় মাদক-সন্ত্রাসের সম্পৃক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আমার পেছনে লেগেছে। এসবের সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত না।’
গত ২৬ জানুয়ারি আকবরশাহ এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়েন কাউন্সিলর জহুরুল আলমের অনুসারীরা। এই ঘটনায়ও মামলা হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪