Ajker Patrika

চট্টগ্রামে আসবাব মেলা শুরু ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আসবাব মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত মেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ রোববার দুপুরে নগরের প্যাভিলিয়ন হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, বাংলাদেশ শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহসভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান। এতে জানানো হয়, চট্টগ্রাম শৌখিন রুচিশীল মানুষের আগ্রহের কারণে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ১২ তম চট্টগ্রাম ফার্নিচার মেলা ২০২৩ আয়োজন করতে যাচ্ছি। নগরের জিইসি কনভেনশন হলে এ মেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা এ মেলা আয়োজনের মূল লক্ষ্য। ফার্নিচার শিল্পে সরকার যদি পৃষ্ঠপোষকতা ও ঠিকমতো তদারকি করেন তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি ছৈয়দ এ এস এম নূরউদ্দীন বলেন, অফিস ও ঘরের সৌন্দর্য বাড়াতে মানুষের আগ্রহ থাকে নিত্য নতুন ও আধুনিক নকশার দিকে। মানুষ এ সব নকশা দেশীয় প্রতিষ্ঠানে খোঁজেন। রুচিশীল এ সকল মানুষের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিকমানের আসবাবপত্র তৈরি করে।

বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. মাকছুদুর রহমান বলেন, ‘আমাদের তৈরি আসবাবগুলো দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এবারের মেলায় মোট ২৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। এ মেলায় ১২টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। মেলা উপলক্ষে অংশগ্রহণকারী আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় দেবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে এ মেলায় উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল মো. ইকবাল, মেলা কমিটির সদস্য শাহিনুল হক টুটুল, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, হাফেজ মো. আব্দুল মালেক, মেলাটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, ব্যাবস্থাপনা সম্পাদক আয়েশা বেগম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত