Ajker Patrika

চট্টগ্রামে মশার আবাস খুঁজতে ড্রোন উড়াল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৫: ৫৪
চট্টগ্রামে মশার আবাস খুঁজতে ড্রোন উড়াল সিটি করপোরেশন

ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় মশার আবাসস্থল খুঁজতে ড্রোন ব্যবহার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় ড্রোনের ধারণকৃত ক্যামেরায় বিভিন্ন বহুতল ভবনের সুইমিংপুল আর ছাদবাগানে জমে থাকা পানিতে মশার আবাসস্থল থাকার চিত্রও ধরা পড়ে। 

আজ রোববার বেলা ১১টার দিকে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই ড্রোন উড়ান চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। 

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ বা মশা নির্মূল করা সম্ভব নয়। আমরা ৪৩৫টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লার্ভিসাইডসহ বিভিন্ন মশা নিধনকারী ওষুধ ছিটাচ্ছি। তবে এ ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসচেতন বাড়ি মালিকের ছাদে জমে থাকা পানি। বিশেষ করে সুইমিংপুল আর ছাদবাগানগুলো মশার নিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে।’ 

মেয়র আরও বলেন, ‘অনেক বাড়ির মালিক আবার নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের কর্মীদের ছাদে উঠতে দেন না। বাধ্য হয়ে ড্রোন দিয়ে ছাদ পর্যবেক্ষণ করতে হচ্ছে। আমরা আজকে ড্রোন দিয়ে বহুতল ভবনগুলোর ছাদ পর্যবেক্ষণ করে প্রায় সবগুলো ভবনের ছাদেই পানি জমে থাকতে দেখেছি। আজ সবাইকে ডেকে সতর্ক করেছি, পরবর্তীতে তাঁরা জমে থাকা পানি না সরালে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। আগামী ১০০ দিন ধরে এই কার্যক্রম চলবে।’ 

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর মো. মোরশেদ আলম, জেসমিন পারভীন জেসী, মেয়রের একান্ত সচিব মুহাম্দ আবুল হাশেম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ নাসিরাবাদ হাউজিং সোসাইটি কল্যাণ পরিষদের নেতারা। 

চসিক সূত্রে জানা গেছে, মশা খুঁজতে চসিক ‘ডিজেআই ম্যাভিক এয়ার এস ২’ মডেলের ড্রোন ব্যবহার করছে। মাটি থেকে ১০০ মিটার উঁচুতে উঠে ছবি বা ভিডিও করা যাবে এ ড্রোন দিয়ে। এ ছাড়া যিনি ড্রোনটি নিয়ন্ত্রণ করবেন, তাঁর চারপাশের তিন কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম এ ড্রোন। ড্রোনটির জন্য প্রতিদিন সিটি করপোরেশনকে পাঁচ হাজার টাকা ভাড়া গুনতে হবে। প্রাথমিকভাবে নগরের ৬০টি আবাসিক এলাকায় এ ড্রোন উড়ানোর পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত