চট্টগ্রামে গার্ডার ভেঙে নিহত ১৩: আট আসামির ৭ বছরের কারাদণ্ড
চট্টগ্রামে এক যুগ আগে সিডিএর (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে ১৩ জন নিহতের ঘটনায় করা মামলার আট আসামির প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।