Ajker Patrika

চট্টগ্রামে সাবেক হুইপ–এমপিসহ ৬৮ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

বিস্ফোরক আইনে চট্টগ্রামের পটিয়ায় সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে। গত মঙ্গলবার মো. বাবু নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৬০ / ৭০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার বাদী একই উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তালুকদার বাড়ির বাসিন্দা। 

আসামিরা হলেন–সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, হুইপের ছোট ভাই মোহাম্মদ ফৌজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বত, ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন, সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম সামশুজ্জামান চৌধুরী।

সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, ফৌজুল কবির কুমার, জাকারিয়া ডালিম, আমিনুল ইসলাম খান টিপু, এম এ হাশেম, শাহাদাত হোসেন সবুজ, শাহিনুল ইসলাম শানু, সরোজ কান্তি সেন নান্টু, রণবীর ঘোষ টুটুন, বদরুউদ্দিন মো. জসিম প্রকাশ বি এম জসিম, মোহাম্মদ সেলিম, মো. বখতিয়ার উদ্দিন, ইনজামুল হক জসিম, মো. মাহবুবুর রহমান, মো. এহসানুল হক, মোহাম্মদ ছৈয়দ ও আবদুল খালেক। 

এ ছাড়া সাবেক পৌর কাউন্সিলর প্রকৌশলী রুপক কুমার সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, সরওয়ার কামাল রাজিব, আ. লীগ নেতা লিটন বড়ুয়া, ডি এম জমির উদ্দিন, মোজান্মেল হক লিটন। 

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আজকের পত্রিকাকে বলেন, ‘উল্লিখিত আসামিদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। মামলায় ৬৮ জনকে এজাহারভুক্ত আসামি ছাড়াও আরও ৬০ / ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সাবেক হুইপ ও তার ছেলে আসামির তালিকায় রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত