Ajker Patrika

চট্টগ্রামে যমুনা অয়েলের মো. ইয়াকুবকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২১: ৩৫
চট্টগ্রামে যমুনা অয়েলের মো. ইয়াকুবকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, হামলা

চট্টগ্রামে যমুনা অয়েলের সিবিএ সাধারণ সম্পাদক মো. ইয়াকুবের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ (বুধবার ২ অক্টোবর) সকালে যমুনা ভবনের সামনে এই মানববন্ধন হয়। একপর্যায়ে মানববন্ধনের ওপর হামলা ঘটনাও ঘটে। 

এতে বক্তব্য দেন শাকিল, মো. হানিফ, মো. শফি, পারভেজ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর চট্টগ্রামে যমুনা অয়েলের সিবিএ সাধারণ সম্পাদক মো. ইয়াকুব ১৬ বছর ধরে জিম্মি করে রেখেছেন। কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি, ক্যাজুয়াল ও কন্ট্রাক্টর ক্যাজুয়াল নিয়োগ, ফার্নেস অয়েল, বিটুমিনসহ বিভিন্ন খাতে এয়াকুব মাসোহারা নেওয়ার অভিযোগ তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

একপর্যায়ে ইয়াকুবের অনুসারীরা মানববন্ধনের ওপর হামলা চালায়। তবে এতে কেউ গুরুতর আহত হননি। 

গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম যমুনা অয়েলের সিবিএ সাধারণ সম্পাদক মো. ইয়াকুবের নানা অনিয়ম নিয়ে ‘আড়াই কোটির ফ্ল্যাটে থাকেন ‘কর্মচারী’ শ্রমিক লীগ নেতা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত