Ajker Patrika

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষে কর্মী নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার, কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১৭
Thumbnail image

চট্টগ্রামে টার্ফ (কৃত্রিম ঘাস) মাঠ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান গতকাল শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনার পর ওই সংঘর্ষে জড়ানো নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও জানানো হয়। 

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী ওই বিজ্ঞপ্তির বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার বিকেলে নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে টার্ফ মাঠ দখল নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ওরফে ছোট মোশাররফ এবং একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান। 

নিহত জুবায়ের চান্দগাঁও থানার কাজীরপোলের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। 

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন ওই টার্ফ বা কৃত্রিম ঘাসের মাঠ চলতি বছর জুনে সাবেক সিটি মেয়র উদ্বোধন করেছিলেন। গত শুক্রবার নতুন করে মাঠটিতে আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নগর যুবদলের মোশাররফ হোসেনের অনুসারীরা। পরে দুই নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত