নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে টার্ফ (কৃত্রিম ঘাস) মাঠ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান গতকাল শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনার পর ওই সংঘর্ষে জড়ানো নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও জানানো হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী ওই বিজ্ঞপ্তির বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে টার্ফ মাঠ দখল নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ওরফে ছোট মোশাররফ এবং একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।
নিহত জুবায়ের চান্দগাঁও থানার কাজীরপোলের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন ওই টার্ফ বা কৃত্রিম ঘাসের মাঠ চলতি বছর জুনে সাবেক সিটি মেয়র উদ্বোধন করেছিলেন। গত শুক্রবার নতুন করে মাঠটিতে আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নগর যুবদলের মোশাররফ হোসেনের অনুসারীরা। পরে দুই নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
চট্টগ্রামে টার্ফ (কৃত্রিম ঘাস) মাঠ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান গতকাল শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনার পর ওই সংঘর্ষে জড়ানো নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও জানানো হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী ওই বিজ্ঞপ্তির বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে টার্ফ মাঠ দখল নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ওরফে ছোট মোশাররফ এবং একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।
নিহত জুবায়ের চান্দগাঁও থানার কাজীরপোলের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন ওই টার্ফ বা কৃত্রিম ঘাসের মাঠ চলতি বছর জুনে সাবেক সিটি মেয়র উদ্বোধন করেছিলেন। গত শুক্রবার নতুন করে মাঠটিতে আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নগর যুবদলের মোশাররফ হোসেনের অনুসারীরা। পরে দুই নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে