Ajker Patrika

সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়ে কটূক্তি, ছাত্রদল নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

ধর্মীয় অবমাননা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। 

আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়াছড়ি গ্রামের বেরুন্ন্য পাড়া এলাকার নুর আহমদের ছেলে হাফেজ মোহাম্মদ সাইফুদ্দীন (২৮)। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। 

মামলায় একই উপজেলার পশ্চিম নানুপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোকতার হোসেনকে (৫২) বিবাদী করা হয়েছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন আহামদ খাঁন রনি। তিনি বলেন, আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট বিবাদী তাঁর ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করেন। তিনি তাঁর বক্তব্যের ৩৪ সেকেন্ডে পবিত্র কোরআন শরিফের অবমাননা করে মন্তব্য করেন। 

এ ছাড়া বক্তব্যের এক মিনিট ৪২ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। বক্তব্যের ১ মিনিট ৫৭ সেকেন্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গালমন্দ করেন এবং ২ মিনিট ৩৪ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলেন। এজাহারে আরও অভিযোগ করা হয়, ওই ভিডিও বক্তব্যে সেনাপ্রধানকে নিয়েও অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত