নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন (২৭) নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।’
আসামিরা হলেন-চট্টগ্রামে হাটহাজারী থানার পূর্ব শিকারপুর গ্রামের সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০), বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর এলাকার মো. হাসান (৩৬), একই থানার চাইল্যাতলী এলাকার মোহাম্মদ (২৮), চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামের খোরশেদ (৪০) ও নগরের চান্দগাঁও থানার হাজিরপুলের মো. হেলাল (৩৫)।
আসামি গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি আমরা জব্দ করেছি। শুলকবহরে আব্দুল হামিদ সড়কের একটি ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়।’
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব এলাকায় নোহা গাড়িতে করে এসে সন্ত্রাসীরা তাহসিনকে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বড় ছেলে আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও অদূরপাড়া, হাজীপাড়াসহ আশপাশে ইট-বালুর ব্যবসা করেন। কিছুদিন ধরে ওই ব্যবসাকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাতনামা তাহসিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকেল সাড়ে ৪টায় জাগরণী ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে সে বসে ছিলেন।
এ সময় একটি কালো নোহা গাড়ি সেখানে আসে। এজাহারনামীয় পাঁচজন ও অজ্ঞাতনামা ৩ / ৪ জন আসামি হাতে শটগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে সেই গাড়ি থেকে নেমে তার ছেলেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তাহসিন মাটিকে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে গাড়িতে করে চলে যায়। স্থানীয়রা তাহসিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন (২৭) নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।’
আসামিরা হলেন-চট্টগ্রামে হাটহাজারী থানার পূর্ব শিকারপুর গ্রামের সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০), বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর এলাকার মো. হাসান (৩৬), একই থানার চাইল্যাতলী এলাকার মোহাম্মদ (২৮), চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামের খোরশেদ (৪০) ও নগরের চান্দগাঁও থানার হাজিরপুলের মো. হেলাল (৩৫)।
আসামি গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি আমরা জব্দ করেছি। শুলকবহরে আব্দুল হামিদ সড়কের একটি ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়।’
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব এলাকায় নোহা গাড়িতে করে এসে সন্ত্রাসীরা তাহসিনকে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বড় ছেলে আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও অদূরপাড়া, হাজীপাড়াসহ আশপাশে ইট-বালুর ব্যবসা করেন। কিছুদিন ধরে ওই ব্যবসাকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাতনামা তাহসিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকেল সাড়ে ৪টায় জাগরণী ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে সে বসে ছিলেন।
এ সময় একটি কালো নোহা গাড়ি সেখানে আসে। এজাহারনামীয় পাঁচজন ও অজ্ঞাতনামা ৩ / ৪ জন আসামি হাতে শটগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে সেই গাড়ি থেকে নেমে তার ছেলেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তাহসিন মাটিকে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে গাড়িতে করে চলে যায়। স্থানীয়রা তাহসিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমরা ক্লিন বাংলাদেশ কর্মসূচি হাতে নিয়েছি। এর আওতায় চট্টগ্রাম শহরে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছি। নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।’
২ মিনিট আগেক্ষমতার অপব্যবহার করে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়
১২ মিনিট আগেবান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর উপজেলার তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ। নিহত ব্যক্তি হলেন ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈ
১৫ মিনিট আগেপিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ইসরাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত (৭) ঝাউতলা এলাকার বাহাদুর শেখের মেয়ে।
২২ মিনিট আগে