নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন (২৭) নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।’
আসামিরা হলেন-চট্টগ্রামে হাটহাজারী থানার পূর্ব শিকারপুর গ্রামের সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০), বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর এলাকার মো. হাসান (৩৬), একই থানার চাইল্যাতলী এলাকার মোহাম্মদ (২৮), চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামের খোরশেদ (৪০) ও নগরের চান্দগাঁও থানার হাজিরপুলের মো. হেলাল (৩৫)।
আসামি গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি আমরা জব্দ করেছি। শুলকবহরে আব্দুল হামিদ সড়কের একটি ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়।’
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব এলাকায় নোহা গাড়িতে করে এসে সন্ত্রাসীরা তাহসিনকে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বড় ছেলে আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও অদূরপাড়া, হাজীপাড়াসহ আশপাশে ইট-বালুর ব্যবসা করেন। কিছুদিন ধরে ওই ব্যবসাকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাতনামা তাহসিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকেল সাড়ে ৪টায় জাগরণী ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে সে বসে ছিলেন।
এ সময় একটি কালো নোহা গাড়ি সেখানে আসে। এজাহারনামীয় পাঁচজন ও অজ্ঞাতনামা ৩ / ৪ জন আসামি হাতে শটগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে সেই গাড়ি থেকে নেমে তার ছেলেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তাহসিন মাটিকে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে গাড়িতে করে চলে যায়। স্থানীয়রা তাহসিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন (২৭) নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।’
আসামিরা হলেন-চট্টগ্রামে হাটহাজারী থানার পূর্ব শিকারপুর গ্রামের সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০), বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর এলাকার মো. হাসান (৩৬), একই থানার চাইল্যাতলী এলাকার মোহাম্মদ (২৮), চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামের খোরশেদ (৪০) ও নগরের চান্দগাঁও থানার হাজিরপুলের মো. হেলাল (৩৫)।
আসামি গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি আমরা জব্দ করেছি। শুলকবহরে আব্দুল হামিদ সড়কের একটি ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়।’
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব এলাকায় নোহা গাড়িতে করে এসে সন্ত্রাসীরা তাহসিনকে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বড় ছেলে আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও অদূরপাড়া, হাজীপাড়াসহ আশপাশে ইট-বালুর ব্যবসা করেন। কিছুদিন ধরে ওই ব্যবসাকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাতনামা তাহসিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকেল সাড়ে ৪টায় জাগরণী ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে সে বসে ছিলেন।
এ সময় একটি কালো নোহা গাড়ি সেখানে আসে। এজাহারনামীয় পাঁচজন ও অজ্ঞাতনামা ৩ / ৪ জন আসামি হাতে শটগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে সেই গাড়ি থেকে নেমে তার ছেলেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তাহসিন মাটিকে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে গাড়িতে করে চলে যায়। স্থানীয়রা তাহসিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৬ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৭ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৭ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৭ ঘণ্টা আগে