Ajker Patrika

চবিতে মধ্যরাতে হামলা: গ্রেপ্তার ৫ জনের রিমান্ড আবেদন 

নিজস্ব প্রতিবেদক ও চবি সংবাদদাতা
চবিতে মধ্যরাতে হামলা: গ্রেপ্তার ৫ জনের রিমান্ড আবেদন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় রেস্টেরেন্ট দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে এ আবেদন করা হয়। শুনানি না করায় পরে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল দোকান ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগীর মামলায় ৫ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদের কোর্টে তোলা হয়েছে। আদালতের কাছে আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি। ঘটনার মূল হোতা হানিফসহ সবাইকে গ্রেপ্তার করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ এলাকার মো. ইলিয়াছ ওরফে ফারুক (৪০), উপজেলার পশ্চিম দেওয়ান নগর মৌলভীপাড়া এলাকার মো. সুমন (২৯), ফতেপুর ইউপির ইসলামিয়া হাটের মো. ইসতিয়াক আহমেদ (২২), ফতেপুর ইউপির মো. রাশেদ (৩০) ও ফতেপুর ইউপির পূর্ব ভবানীপুর এলাকার মো. আবু তাহের (৫৫)। 

তথ্যমতে, গত সোমবার ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশন এলাকায় একটি রেস্টুরেন্ট দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারীরা। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলগেট এলাকায় গিয়ে হানিফের দোকান ভাঙচুর করে। 

এ সময় যুবলীগের নেতা কর্মীরা ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে বলে গুজব ছড়ায়। পরে শিক্ষার্থীরা ফিরে আসার সময় যুবলীগের নেতা কর্মীদের হামলা করলে ৫ জন ছাত্র আহত হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী দোকানি শেখ মাহদী হাসান বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫ / ৩০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে (সোমবার) রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। 

বাদী মাহদী হাসান বলেন, ‘গতকালের ঘটনায় আমি মামলা করার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়েছে। এতে ৫ জনকে গ্রেপ্তারও করেছে। তবে আমি চাই মামলার প্রধান আসামি হানিফ ও তার ভাইকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়।’ 

চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, ‘গতকাল হামলার ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল ৫ জনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে চবি ক্যাম্পাস ও আশপাশ এলাকায় জেলা পুলিশের অতিরিক্ত অফিসার-ফোর্স মোতায়েন আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত