আইনজীবী নেতারা আবার সরব
কোর্ট হিল ইস্যুতে আবারও সরব হয়েছেন চট্টগ্রামের আইনজীবী নেতারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই মন্ত্রীর কাছ থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার পর এখন নতুন নতুন কর্মসূচি দিয়ে জেলা প্রশাসনের ওপর চাপ তৈরি করতে চান তাঁরা। এর অংশ হিসেবে গত মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ করে আইনজীবী সমিতি।