Ajker Patrika

রেজাউলের ঘোষণায় ফের দ্বন্দ্বের আভাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ০০
রেজাউলের ঘোষণায়  ফের দ্বন্দ্বের আভাস

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকায় ‘মীমাংসা’ বৈঠকের পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবাদমান দুপক্ষের সন্তুষ্টির কথা জানা গিয়েছিল। তবে আপাত স্তিমিত সেই দ্বন্দ্ব ফের জেগে ওঠার আভাস মিলেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরীর এক ঘোষণায়।

গত ১৬ জানুয়ারি ওই সভা হওয়ার পর রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ ও নানা গণমাধ্যমে রেজাউল করিম চৌধুরী দাবি করেন, ইউনিট সম্মেলন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগসহ নানা বিষয় তদারকির জন্য ছয় সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তার প্রধান সমন্বয়ক হয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রধান সমন্বয়কের’ দায়িত্ব নিয়েই রেজাউল করিম গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন আপাতত হবে না। তাঁর এ ঘোষণায় বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

যদিও ওই সভায় ছয় সদস্যের কমিটিতে কাউকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়নি বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ওয়ার্ড সম্মেলনের কাজ স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয় সভায়।

রেজাউল করিম চৌধুরীর এমন দাবিতে বিস্মিত হয়েছেন সেদিনের সভায় সভাপতিত্ব করা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, ‘রিভিউ কমিটিতে কাউকে আহ্বায়ক কিংবা প্রধান সমন্বয়ক করা হয়নি। এই কমিটির কাজ চলবে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন ভাইয়ের পরামর্শে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বাকিরা সহযোগিতা করবেন তাঁকে। ইউনিট কমিটি নিয়ে আসা নানা অভিযোগের সমাধান দেবে এই কমিটি।’

রিভিউ কমিটিতে রেজাউলকে রাখা হলেও আলাদা করে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরপরও কেন এই জ্যেষ্ঠ নেতা নিজেকে প্রধান সমন্বয়ক দাবি করে গণমাধ্যমে বক্তব্য দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। অনেকে বলছেন, মেয়র নির্বাচিত হলেও চট্টগ্রামের রাজনীতিতে রেজাউলের কর্মী-সমর্থক কম। নিজেকে আলোচনায় রাখতেই তিনি এমন বিভ্রান্তি ছড়িয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সভায় দুপক্ষের বিরোধ কিছুটা মিটলেও এখন তাঁর বক্তব্যের পর সেটি থাকল না।

মহিউদ্দিন চৌধুরী পক্ষের নেতা হিসেবে রেজাউল করিমের পরিচিতি আছে। বিবাদমান অন্য পক্ষে আছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। রেজাউলের এমন দাবির বিষয়ে নাছির সরাসরি কিছু বলেননি। তবে নাছিরের অফিসিয়াল ফেসবুক পেজে রেজাউলের বানোয়াট দাবির বিষয়ে বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়া প্রতিবেদন শেয়ার দেওয়া হয়েছে। তা থেকেই বোঝা যায় এ ঘটনায় নাছির সংক্ষুব্ধ।

কেন এমন দাবি করলেন, তা জানতে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত