নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকায় ‘মীমাংসা’ বৈঠকের পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবাদমান দুপক্ষের সন্তুষ্টির কথা জানা গিয়েছিল। তবে আপাত স্তিমিত সেই দ্বন্দ্ব ফের জেগে ওঠার আভাস মিলেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরীর এক ঘোষণায়।
গত ১৬ জানুয়ারি ওই সভা হওয়ার পর রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ ও নানা গণমাধ্যমে রেজাউল করিম চৌধুরী দাবি করেন, ইউনিট সম্মেলন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগসহ নানা বিষয় তদারকির জন্য ছয় সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তার প্রধান সমন্বয়ক হয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রধান সমন্বয়কের’ দায়িত্ব নিয়েই রেজাউল করিম গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন আপাতত হবে না। তাঁর এ ঘোষণায় বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
যদিও ওই সভায় ছয় সদস্যের কমিটিতে কাউকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়নি বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ওয়ার্ড সম্মেলনের কাজ স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয় সভায়।
রেজাউল করিম চৌধুরীর এমন দাবিতে বিস্মিত হয়েছেন সেদিনের সভায় সভাপতিত্ব করা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, ‘রিভিউ কমিটিতে কাউকে আহ্বায়ক কিংবা প্রধান সমন্বয়ক করা হয়নি। এই কমিটির কাজ চলবে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন ভাইয়ের পরামর্শে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বাকিরা সহযোগিতা করবেন তাঁকে। ইউনিট কমিটি নিয়ে আসা নানা অভিযোগের সমাধান দেবে এই কমিটি।’
রিভিউ কমিটিতে রেজাউলকে রাখা হলেও আলাদা করে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরপরও কেন এই জ্যেষ্ঠ নেতা নিজেকে প্রধান সমন্বয়ক দাবি করে গণমাধ্যমে বক্তব্য দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। অনেকে বলছেন, মেয়র নির্বাচিত হলেও চট্টগ্রামের রাজনীতিতে রেজাউলের কর্মী-সমর্থক কম। নিজেকে আলোচনায় রাখতেই তিনি এমন বিভ্রান্তি ছড়িয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সভায় দুপক্ষের বিরোধ কিছুটা মিটলেও এখন তাঁর বক্তব্যের পর সেটি থাকল না।
মহিউদ্দিন চৌধুরী পক্ষের নেতা হিসেবে রেজাউল করিমের পরিচিতি আছে। বিবাদমান অন্য পক্ষে আছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। রেজাউলের এমন দাবির বিষয়ে নাছির সরাসরি কিছু বলেননি। তবে নাছিরের অফিসিয়াল ফেসবুক পেজে রেজাউলের বানোয়াট দাবির বিষয়ে বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়া প্রতিবেদন শেয়ার দেওয়া হয়েছে। তা থেকেই বোঝা যায় এ ঘটনায় নাছির সংক্ষুব্ধ।
কেন এমন দাবি করলেন, তা জানতে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকায় ‘মীমাংসা’ বৈঠকের পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবাদমান দুপক্ষের সন্তুষ্টির কথা জানা গিয়েছিল। তবে আপাত স্তিমিত সেই দ্বন্দ্ব ফের জেগে ওঠার আভাস মিলেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরীর এক ঘোষণায়।
গত ১৬ জানুয়ারি ওই সভা হওয়ার পর রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ ও নানা গণমাধ্যমে রেজাউল করিম চৌধুরী দাবি করেন, ইউনিট সম্মেলন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগসহ নানা বিষয় তদারকির জন্য ছয় সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তার প্রধান সমন্বয়ক হয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রধান সমন্বয়কের’ দায়িত্ব নিয়েই রেজাউল করিম গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন আপাতত হবে না। তাঁর এ ঘোষণায় বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
যদিও ওই সভায় ছয় সদস্যের কমিটিতে কাউকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়নি বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ওয়ার্ড সম্মেলনের কাজ স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয় সভায়।
রেজাউল করিম চৌধুরীর এমন দাবিতে বিস্মিত হয়েছেন সেদিনের সভায় সভাপতিত্ব করা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, ‘রিভিউ কমিটিতে কাউকে আহ্বায়ক কিংবা প্রধান সমন্বয়ক করা হয়নি। এই কমিটির কাজ চলবে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন ভাইয়ের পরামর্শে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বাকিরা সহযোগিতা করবেন তাঁকে। ইউনিট কমিটি নিয়ে আসা নানা অভিযোগের সমাধান দেবে এই কমিটি।’
রিভিউ কমিটিতে রেজাউলকে রাখা হলেও আলাদা করে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরপরও কেন এই জ্যেষ্ঠ নেতা নিজেকে প্রধান সমন্বয়ক দাবি করে গণমাধ্যমে বক্তব্য দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। অনেকে বলছেন, মেয়র নির্বাচিত হলেও চট্টগ্রামের রাজনীতিতে রেজাউলের কর্মী-সমর্থক কম। নিজেকে আলোচনায় রাখতেই তিনি এমন বিভ্রান্তি ছড়িয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সভায় দুপক্ষের বিরোধ কিছুটা মিটলেও এখন তাঁর বক্তব্যের পর সেটি থাকল না।
মহিউদ্দিন চৌধুরী পক্ষের নেতা হিসেবে রেজাউল করিমের পরিচিতি আছে। বিবাদমান অন্য পক্ষে আছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। রেজাউলের এমন দাবির বিষয়ে নাছির সরাসরি কিছু বলেননি। তবে নাছিরের অফিসিয়াল ফেসবুক পেজে রেজাউলের বানোয়াট দাবির বিষয়ে বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়া প্রতিবেদন শেয়ার দেওয়া হয়েছে। তা থেকেই বোঝা যায় এ ঘটনায় নাছির সংক্ষুব্ধ।
কেন এমন দাবি করলেন, তা জানতে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫